ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুলনায় টি২০ ক্রিকেট

প্রকাশিত: ০৫:১৫, ৭ নভেম্বর ২০১৭

খুলনায় টি২০ ক্রিকেট

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শেখ সোহেলের পৃষ্ঠপোষকতায় আগামী ১০ নবেম্বর থেকে খুলনায় শুরু হচ্ছে শহীদ শেখ আবু নাসের টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খুলনা সিনিয়র ডিভিশনের ১৬টি দল ৪টি গ্রুপে অংশগ্রহণ করবে। আর এই টুর্নামেন্টকে অকর্ষণীয় করতে নানা আয়োজন চলছে। ইতোমধ্যে পোস্টারিং স্থাপন করা হয়েছে। তোরণ নির্মাণ, গুরুত্বপূর্ণ মোড় ও সড়কদ্বীপে আলোকসজ্জা করা হচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- পঞ্চবীথি ক্রীড়াচক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বয়রা তরুণ সংঘ, নিরালা ইউনাইটেড ক্লাব, কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, খালিশপুর ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ, খুলনা আবাহনী ক্রীড়াচক্র, রেড সান ক্লাব, কাশিপুর ক্রিকেট একাডেমি, এ্যালফাবেট স্পোর্টিং ক্লাব, দৌলতপুর ক্রীড়াচক্র, আলমগীর মোমোরিয়াল, ইয়ং জনতা ক্রীড়াচক্র, ন্যাশনাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন, আবুল কাশেম স্মৃতি সংসদ ও একতা বয়েজ ক্লাব। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ১০ নবেম্বর বেলা ১১টায় উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে পঞ্চবীথি ক্রীড়াচক্র ও কাশিপুর ক্রিকেট একাডেমি। পরেরদিন থেকে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমটি শুরু হবে সকাল ৯টায় এবং দ্বিতীয়টি বেলা ১টা থেকে।
×