ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাব্বিরের লড়াইটা নিজের সঙ্গেই

প্রকাশিত: ০৫:১৫, ৭ নভেম্বর ২০১৭

সাব্বিরের লড়াইটা নিজের সঙ্গেই

স্পোর্টস রিপোর্টার ॥ খারাপ সময় যাচ্ছে সাব্বির রহমানের। ব্যাট হাতে রানের খরা চলছে। সেই সঙ্গে আবার নানাবিধ ঝামেলায়ও জড়িয়ে পড়ছেন। মারকুটে স্বভাবের এ ব্যাটসম্যান গত কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে ব্যাট হাতে তিন ফরমেটেই ব্যর্থ হয়েছেন। গত ৫টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে ব্যাট হাতে ২০ রানেরও কোন ইনিংস খেলতে পারেননি। সে কারণে দক্ষিণ আফ্রিকা সফরে এবার ব্যাটিং অর্ডারে তিন থেকে নেমে ৫ নম্বর পজিশনে নেমেছেন। সেখানেও হয়েছেন ব্যর্থ। এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে নেমেও রানে ফিরতে পারেননি। তিন নম্বর পজিশনে ফিরলেও দুই ম্যাচে করেছেন ৩ ও অপরাজিত ২ রান। এর সঙ্গে যোগ হয়েছে শৃঙ্খলা ভঙ্গের অপরাধ ও জরিমানা। রবিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে আম্পায়ারের সঙ্গে অশালীন আচরণ করার জন্য ম্যাচ ফি’র ৫০ শতাংশ কর্তন করার পাশাপাশি ডিমেরিট পয়েন্টে যোগ হয়েছে ৩ পয়েন্ট। আজ সাব্বিরের নিজেকে ফিরে পাওয়ার লড়াই, আর সেই লড়াইটা নিজের সঙ্গেই। জাতীয় দলের হয়ে টি২০ ক্রিকেটে তিন নম্বর পজিশনটা প্রায় পাকাপোক্তই করে ফেলেছিলেন সাব্বির। কারণ, ব্যাট হাতে ঝাঁঝালো মেজাজের অধিকারী তিনি। হাতে আছে দারুণ কিছু স্ট্রোক। ক্যারিয়ারের ৫ ফিফটির তিনটিই তিনি এই পজিশনে খেলে করেছেন। তবে এবার তাকে ব্যাটিং পজিশনে নেমে আসতে হয়েছে ৫ নম্বরে। কারণ, সর্বশেষ আন্তর্জাতিক টি২০ ফিফটি করেছিলেন গত বছর ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে ঢাকায়। ৮০ রানের সেই বিস্ফোরক ইনিংসটি খেলার পর থেকে টানা ১৬ ম্যাচের তিনটিতে ৩৬২*, ৪৪ ও ৪৮ রান করতে পেরেছেন। বাকিগুলোতে বড় কোন ইনিংস উপহার দিতে পারেননি। সেই কারণে দক্ষিণ আফ্রিকা সফরের দুই টি২০ ম্যাচের সিরিজে তার পজিশন বদলে গেছে। টানা ২১ ম্যাচে তিন নম্বরে ব্যাট করার পর অবশ্য তাকে ব্যাটিং অর্ডারে নামিয়ে আনা কতখানি যুক্তিসঙ্গত ছিল সেটাও প্রশ্নবোধক চিহ্ন পেয়েছে। তবে এই ৫ নম্বরে নেমেও সুবিধা করতে পারেননি প্রতিভাধর এ ব্যাটসম্যান। সর্বশেষ ৫ ম্যাচে তিনি করেছেন ১৮, ১৬, ১৯, ১৯ ও ৫ রান। এবার বিপিএলে এরপরও নবাগত সিলেট সিক্সার্সের আইকন হিসেবেই খেলছেন তিনি। প্রথম ম্যাচে ব্যাটিং করার তেমন সুযোগ হয়নি দল আগেই জিতে যাওয়াতে। ২ রান করে অপরাজিত ছিলেন ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে। পরের ম্যাচে কুমিল্লার বিরুদ্ধে দলের সুবিধাজনক অবস্থায় নেমেও ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। দল পড়ে বিপর্যয়ে। শেষ পর্যন্ত অবশ্য জিতে গেছে সিলেট, কিন্তু জয়ের পর নতুন এক অযাচিত ঘটনার জন্ম দিয়েছেন। দল জেতার পর আম্পায়ারের সঙ্গে অশালীন আচরণ করেছেন তিনি। আর সেজন্য তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর্থিকভাবে এই জরিমানার পরিমাণ প্রায় দেড় লাখ টাকা। একই সঙ্গে আচরণবিধি ভাঙায় যুক্ত হয়েছে আরও ৩ ডিমেরিট পয়েন্ট। ঘটনাটি ছিল রবিবারের। সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচ শেষে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করছিলেন সিলেটের ক্রিকেটার সাব্বির। আর তখনই আম্পায়ার মাহফুজুর রহমান লিটুর ওপর ক্ষোভ উগড়ে দেন অকথ্য ভাষায়। জানা গেছে, ম্যাচের সময় মোহাম্মদ নবির বলে তাকে এলবিডব্লিউতে আউট দেয়ার সিদ্ধান্তেই নাখোশ ছিলেন সাব্বির। যার রেশ ছিল ম্যাচ শেষের পরেও। এই ঘটনায় সাব্বিরের বিরুদ্ধে ২-মাত্রার বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়। এ প্রসঙ্গে ম্যাচ রেফারি দেবব্রত পাল জানান, ‘তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার আচরণ বিধিতে যুক্ত হয়েছে আরও তিনটি ডিমেরিট পয়েন্ট।’ গত বিপিএলে শৃঙ্খলা ভঙ্গ করে শিরোনাম হয়েছিলেন তারকা ক্রিকেটার সাব্বির রহমান। অকথ্য ভাষায় গালিগালাজের ঘটনা গত আসরেও ছিল। এমনকি যোগ হয়েছিল গুরুতর পর্যায়ের কেলেঙ্কারিও! সে কারণে সাব্বিরকে জরিমানা করা হয়েছিল প্রায় ১২ লাখ টাকা। এবারের আসরের শুরুতেই শৃঙ্খলা ভঙ্গের পুনরাবৃত্তি করলেন জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যান! অথচ তিনি টানা দুই ম্যাচে জেতা নবাগত সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ ক্রিকেটার হিসেবে ‘আইকন’ হয়েছেন। ব্যাট হাতে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটেও গত কয়েক ম্যাচে বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সাব্বির। সর্বশেষ ৭ ওয়ানডেতে তিনি কোন ফিফটির দেখা পাননি, করেছেন- ২৪, ৮, ৮, ১৯, ১৯, ১৭ ও ৩৯ রান। আর টেস্টের সর্বশেষ ৫ ইনিংসে তার ব্যাটিং পরিসংখ্যান- ২৪, ৩০, ৪, ০ ও ৪ রান। বেশ বিপাকের মধ্যেই আছেন এ ডানহাতি। আজ রাজশাহী কিংসের বিরুদ্ধে ম্যাচে তাই নিজের সঙ্গেই লড়বেন সাব্বির। নিজেকে ফিরে পাওয়ার লড়াই তার, ব্যাট হাতে রান করে দলের জন্য ভূমিকা রেখে আইকন হওয়ার যথার্থতা প্রমাণের সংগ্রাম।
×