ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে রিয়াদ

প্রকাশিত: ০৫:১১, ৭ নভেম্বর ২০১৭

হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে রিয়াদ

সৌদি আরব শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে এবং ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রটি সংঘাতবিধ্বস্ত ইয়েমেন থেকে ছোড়া হয়। ইয়েমেন সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে রিয়াদের যুদ্ধের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে হুতি বিদ্রোহীরা এ ক্ষেপণাস্ত্র ছোড়ে। খবর এএফপির। সৌদি রাজধানীর কেন্দ্রস্থলে শিয়া বিদ্রোহীদের এ ক্ষেপণাস্ত্র হামলা এবারই প্রথম। ইয়েমেনে উত্তেজনাপূর্ণ সংঘাতের কারণে ক্রমবর্ধমান হুমকি আরও মারাত্মক হয়ে উঠছে। রিয়াদের ঠিক উত্তরে কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হলে এক প্রচন্ড বিস্ফোরণ হয় এবং এর ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, এতে বড় ধরনের কোন ক্ষতি হয়নি বা কেউ হতাহত হয়নি।
×