ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘তবে এখনই বৈঠকের উপযুক্ত সময় নয়’

কিম জং উনের সঙ্গে কথা বলতে প্রস্তুত ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৫:১০, ৭ নভেম্বর ২০১৭

কিম জং উনের সঙ্গে কথা বলতে প্রস্তুত ॥ ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে কিছু বিষয়ে কথা বলার জন্য প্রস্তুত রয়েছেন। যদিও এখনই এ বৈঠক করার উপযুক্ত সময় নয়। মার্কিন টেলিভিশন ‘ফুল মেজার টিভি শো’ অনুষ্ঠানে শেরিল এ্যাটকিসনকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি রবিবার সম্প্রচারিত হয়েছে। খবর গার্ডিয়ান, ডেইলি স্টার ও এএফপির। এশিয়া সফরের প্রাক্কালে টিভি অনুষ্ঠানের জন্য ট্রাম্পের কথাগুলো আগে রেকর্ড করে রাখা হয়। এতে এশিয়া সফর উপলক্ষে কথা বলতে গিয়ে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচী নিয়েও কথা বলেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প এ সময় ঘোষণা করেন, সবাই খুশি হলে তবে আমি যে কারও সঙ্গে বৈঠক করতে পারি। আমি কখনও শক্তিশালী বা দুর্বল কিনা তা নিয়ে ভাবি না। আমি মনে করি, লোকজনের সঙ্গে বৈঠক করা খারাপ নয়। তাই আমি অবশ্যই কথা বলতে প্রস্তুত (কিমের সঙ্গে বৈঠক করতে রাজি)। তবে আমাদের দেখতে হবে বিষয়টি কোন দিকে মোড় নেয়। আমি মনে করি এটি এখনই সম্ভব নয়। সপ্তাহান্তে স্বীয় বক্তব্যের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান হচ্ছে সম্মতিসূচক এ কথা। যা বিরল হলেও খুবই পরিচিত আচরণ। তিনি জাপানে মার্কিন বাহিনীর উদ্দেশে বক্তব্যদানকালে বলেন, কোন স্বৈরশাসকের যুক্তরাষ্ট্রকে হেয় করার কারণ নেই। তার এই বক্তব্যে তিনি উত্তর কোরিয়াকে ইঙ্গিত করেন। এশিয়া সফরে প্রথম দেশ জাপানে যাওয়ার পর তিনি রাজধানী টোকিওর কাছে ইয়োকোতা বিমান ঘাঁটিতে যাওয়ার পর রবিবার জানান, কেউই, কোন স্বৈরশাসক, কোন শাসকেরই... যুক্তরাষ্ট্রকে হেয় করার সুযোগ নেই। নিষ্ঠুরতার জন্য অত্যাচারী ও স্বৈরশাসকরাই সবচেয়ে বড় হুমকি। আপনারা সমৃদ্ধি ও শান্তির পথ রুদ্ধ করে দেন। কোন জাতিই যুক্তরাষ্ট্রকে এড়িয়ে যেতে পারবে না। অতীতে অনেকেই আমাদের অবমূল্যায়ন করেছে। এটা তাদের জন্য আনন্দদায়ক ছিল না, ছিল কি? আমরা কখনও আমাদের জনগণকে, স্বাধীনতাকে ও আমাদের মহান আমেরিকার পতাকা রক্ষা করতে অক্ষম, দ্বিধান্বিত ও ব্যর্থ হইনি।
×