ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুরুষের সন্তান জন্মদান

প্রকাশিত: ০৪:৪১, ৭ নভেম্বর ২০১৭

পুরুষের সন্তান জন্মদান

চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে এখন শুধু মহিলারাই নন, এবার সন্তানের জন্ম দিতে পারবেন পুরুষও। ‘উম্ব ট্রান্সপ্ল্যান্ট’ বা গর্ভ রোপণের মাধ্যমে পুরুষরাও হতে পারবেন অন্তঃসত্ত্বা এবং ভবিষ্যতে জন্ম দিতে পারবেন সন্তানের। এমনটাই দাবি বিশ্বের শীর্ষস্থানীয় প্রজনন বিশেষজ্ঞের। ইন্ডিপেন্ডে প্রকাশিত খবর অনুযায়ী জানা গেছে যে, যে পদ্ধতিতে মহিলাদের ‘উম্ব ট্রান্সপ্ল্যান্ট’ করা হয়ে থাকে, সেই একই পদ্ধতি পুরুষদের ওপর প্রয়োগ করলে পুরুষরাও সন্তানের জন্ম দিতে পারে। প্রজনন বিশেষজ্ঞ ডক্টর রিচার্ড পলসন এই প্রসঙ্গে বলেন যে, ‘চিকিৎসা বিজ্ঞানের কাছে এটা একটা চ্যালেঞ্জ। মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা আকৃতির পেলভিস রয়েছে। গর্ভ রোপণের পদ্ধতি খুবই জটিল একটি বিষয়। আর বিষয়টা সিজারিয়ান সেকশনের মাধ্যমে একজন ট্রান্সজেন্ডার মহিলার সন্তান জন্ম দেয়ার মতোই।’ ‘উম্ব ট্রান্সপ্ল্যান্ট’ বলতে কোন মহিলার ইউট্রাস নিয়ে অন্য কোন মহিলা কিংবা পুরুষের শরীরে প্রতিস্থাপন করা। এই প্রতিস্থাপনের জন্য ৬ থেকে ৮ ঘণ্টার দীর্ঘ অপারেশন হয়। কিন্তু এই অপারেশনে ঝুঁকি এত বেশি যে, চিকিৎসকরা এখনও এটি নিয়ে আশাবাদী নন। তবে আরও একটি পদ্ধতি রয়েছে। কৃত্রিমভাবে ‘উম্ব ট্রান্সপ্ল্যান্ট’। যাতে শরীরের মধ্যে প্লাস্টিকের মতো একটা বস্তু ভরে দেয়া হবে। যার মধ্যে বাচ্চাটি বড় হবে। এটি পেটের মধ্যে ভরে দেয়া ‘উম্ব ট্রান্সপ্ল্যান্ট’র তুলনায় অনেক সহজ হবে। কৃত্রিম প্রক্রিয়াটিকে কতটা সফল করা যায়, তা নিয়েই এখন গবেষণা চলছে।-সিনেট
×