ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রুয়েটে শিবির সভাপতিকে পুলিশে দিল ছাত্রলীগ

প্রকাশিত: ০৪:৩৯, ৭ নভেম্বর ২০১৭

রুয়েটে শিবির সভাপতিকে পুলিশে দিল ছাত্রলীগ

রাবি সংবাদদাতা ॥ পরীক্ষা দিতে এসে ধরা খেয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা শিবিরের সভাপতি মোঃ নাসির উদ্দিন। সোমবার বিকেলে রুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুর নেতৃত্বে শিবির ক্যাডার নাসির উদ্দিনকে আটক করা হয়। একাধিক মামলার আসামি নাসির উদ্দিনকে পরে নগরীর মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক নাসির উদ্দিন এর আগেও নাশকতা মামলায় গ্রেফতার হয়েছিল। সে রুয়েটের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক বিভাগের ১২-সিরিজের শিক্ষার্থী। গত বছরের ২ নবেম্বর নগরীর বালিয়াপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। কিছুদিন জেল খাটার পর জামিনে ছাড়া পেয়ে আবারও নাশকতামূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়ে সে। রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু বলেন, নাসির উদ্দিন সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিচ্ছে এমন খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে তিনি সিএসই ভবনে উপস্থিত হন। বিকেল ৫টার দিকে পরীক্ষা শেষে বের হলে ভবনের সামনে থেকে নাসিরকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না রুয়েটে তাদের কোন স্থান নেই। শিবির নেতাকর্মীদের যেখানেই পাওয়া যাবে তাদের ধরে পুলিশে দেয়া হবে। নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, আটক শিবির নেতাকে থানায় নেয়া হয়েছে। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
×