ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিল্পপতি শাহাবুদ্দিন আলমের দেশত্যাগেি নষেধাজ্ঞা

প্রকাশিত: ০৪:৩৯, ৭ নভেম্বর ২০১৭

শিল্পপতি শাহাবুদ্দিন আলমের দেশত্যাগেি নষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জালিয়াতির মাধ্যমে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) ২শ’ ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া এক মামলায় শিল্পপতি শাহাবুদ্দিন আলমের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। অভিযুক্ত এই শিল্পপতি এসএ গ্রুপের মালিকানার এসএ অয়েল রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমান সোমবার এ আদেশ দেন। ন্যাশনাল ব্যাংকের মামলার অভিযোগ থেকে জানা গেছে, শিল্পপতি শাহাবুদ্দিন আলম ব্যাংকের কাগজপত্র জালিয়াতি করে ২শ’ ২৫ কোটি টাকা আত্মসাত করেছেন। গতবছরের ২৫ মার্চ আদালতে মামলাটি দায়ের করেছিলেন ব্যাংকের আগ্রাবাদ কর্পোরেট শাখার তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার নিজাম আহমেদ। আদালতের আদেশে ২৭ মার্চ মামলাটি এজাহার হিসেবে রেকর্ড হয়। এতে আসামি করা হয় শাহাবুদ্দিন আলম ছাড়াও প্রতিষ্ঠানটির সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলমকে। আদালত সিএমপির ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত হন ডবলমুরিং থানার এসআই কায়সার হামিদ। ব্যাংকের কৌঁসুলি কাজী ছানোয়ার আহমেদ লাভলু জানান, মামলাটি দায়েরের দেড় বছর অতিক্রান্ত হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করেনি। মামলার তদন্তকারী কর্মকর্তাকে আদালত থেকে শো’কজ করা হলেও কোন কাজ হয়নি। ফলে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযুক্ত আসামিরা আছেন বহাল তবিয়তে। এমতাবস্থায় আসামির বিরুদ্ধে আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞার আবেদন জানানো হয়। আদালত আবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ ব্যাপারে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেয়া হয়েছে।
×