ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেসবুকের ভুয়া এ্যাকাউন্ট ২৭ কোটি

প্রকাশিত: ০৩:৫১, ৭ নভেম্বর ২০১৭

ফেসবুকের ভুয়া এ্যাকাউন্ট ২৭ কোটি

ফেসবুকের বর্তমান ভুয়া এ্যাকাউন্টের সংখ্যা ২৭ কোটি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি নিজেদের তৃতীয় প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশ করতে গিয়ে এমন তথ্য জানিয়েছে ফেসবুক। সামাজিক এ যোগাযোগ মাধ্যমের বর্তমান মোট ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটিরও বেশি। এর মধ্যে প্রায় ১০ শতাংশ ভুয়া বলে শনাক্ত করতে পেরেছে তারা। যদিও ভুয়া এ্যাকাউন্ট বন্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে ফেসবুক, তারপরও এ ধরনের অসংখ্য এ্যাকাউন্ট এখনও রয়ে গেছে। ধীরে ধীরে এগুলো শনাক্ত করে বন্ধ করে দেয়া হবে। ফেসবুক বলছে, এসব ভুয়া এ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ প্রচার করা হয়। যা সাধারণ ব্যবহারকারীকে বিভ্রান্ত করে। এদিকে এ বছরের তৃতীয় প্রান্তিকে আয়ের রেকর্ড গড়েছে ফেসবুক। প্রতিষ্ঠানটি এবার অন্য যে কোনো বারের তৃতীয় প্রান্তিকের আয়কে ছাড়িয়ে গেছে। সবমিলিয়ে তাদের আয় হয়েছে ১ হাজার কোটি ডলার। ফেসবুকের বর্তমান আয়ের ৯৮ শতাংশ আসে বিজ্ঞাপন থেকে। -অর্থনৈতিক রিপোর্টার
×