ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ একনেকে অনুমোদন

চামড়া শিল্পনগরীর মেয়াদ বাড়ছে আরও দুই বছর

প্রকাশিত: ০৩:৫১, ৭ নভেম্বর ২০১৭

চামড়া শিল্পনগরীর মেয়াদ বাড়ছে আরও দুই বছর

অর্থনৈতিক রিপোর্টার ॥ দীর্ঘ ১৫ বছরে সাত দফায় মেয়াদ ও ব্যয় বাড়িয়েও পুরোপুরি প্রস্তুত হয়নি সাভার চামড়া শিল্পনগরী। নির্মাণ কাজ সম্পূর্ণ করতে অষ্টমবারে আরও দুই বছর মেয়াদ বাড়িয়ে নিতে যাচ্ছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। ফলে ‘চামড়া শিল্পনগরী, ঢাকা’ প্রকল্পের ফের সংশোধনী আসছে। সবকিছু চূড়ান্ত করে অনুমোদনের লক্ষ্যে সংশোধিত প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) মঙ্গলবারের সভায় উপস্থাপন করতে যাচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়। রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষের ওই সভায়ই প্রকল্পটি সংশোধিত হবে বলে আশাবাদী পরিকল্পনা কমিশনের সহকারী প্রধান (শিল্প ও শক্তি বিভাগ) গোলাম মোছাদ্দেক। রাজধানীর অদূরে সাভারে ১৭৫ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ২০০৩ সালে অনুমোদন পাওয়া এ প্রকল্পের সম্পূর্ণ নির্মাণ কাজ ২০০৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও কার্যত তা হয়নি। দফায় দফায় মেয়াদের পাশাপাশি ব্যয়ও বেড়েছে ছয়গুণ। বর্তমানে এক হাজার ৭৮ কোটি ৭১ লাখ টাকার এ প্রকল্প সর্বশেষ ২০১৭ সালের জুন মেয়াদে বাস্তবায়িত হওয়ার কথা ছিল। তবে এ দফায় ২০১৯ সালের জুন পর্যন্ত বর্ধিত মেয়াদেই সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছে বিসিক।
×