ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৬ দিনে কর আদায় ৪৮১ কোটি টাকা

প্রকাশিত: ০৩:৫০, ৭ নভেম্বর ২০১৭

চট্টগ্রামে ৬ দিনে কর আদায় ৪৮১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সপ্তাহব্যাপী চট্টগ্রাম আয়কর মেলা বিপুল সাড়া জাগাতে সক্ষম হয়েছে। সোমবার পর্যন্ত আদায় হয়েছে ৪৮১ কোটি টাকার কর। গত ১ নবেম্বর শুরু হওয়া এবারের মেলায় লক্ষ্যমাত্রার নির্ধারণ করা হয়েছে ৬শ’ কোটি টাকা কর আদায়ের। এর মধ্যে ৬ষ্ঠ দিনে আদায় ৫শ’ কোটি টাকার কাছাকাছি চলে যাওয়ায় ধার্য করা এই লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে যাবে বলে আশা করছে কর বিভাগ। আয়কর প্রদান ছাড়াও টিআইএন নম্বর গ্রহণ এবং রিটার্ন দাখিলসহ কর সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্য জনসাধারণ জানতে পারছে এ মেলা থেকে। চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে একই ছাদের নিচে সকল প্রকার সেবা নিয়ে বসেছে আয়কর মেলা। চট্টগ্রাম কর অঞ্চল- ১, ২, ৩ এবং ৪ এর যৌথ উদ্যোগে চলছে মেলা। এতে প্রতিদিনই মানুষের ঢল পরিলক্ষিত হচ্ছে। কোন পণ্যমেলা নয়, আয়কর মেলাতেও এত মানুষের সমাগম হতে পারে তা অনেকের কাছেই অকল্পনীয়। প্রতিবছর মেলা আয়োজিত হতে থাকায় সাধারণ মানুষের করভীতি কমে আসছে। এতে আশাবাদী হয়ে উঠেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা।
×