ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিচারকগণ ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবেন ॥ রাষ্ট্রপতির আশাবাদ

প্রকাশিত: ০৭:৪৮, ৬ নভেম্বর ২০১৭

বিচারকগণ ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবেন ॥ রাষ্ট্রপতির আশাবাদ

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিচার বিভাগকে জনগণের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল উল্লেখ করে ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রীমকোর্টসহ সকলস্তরের বিচারকগণ ন্যায়নিষ্ঠভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন। বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে সুপ্রীমকোর্টের আপীল বিভাগের বিচারপতিগণ রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। খবর বাসসর। তিনি বলেন, বিচার প্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রীমকোর্টসহ বিচার বিভাগের সকল কর্মকর্তা ন্যায়নিষ্ঠ ও আন্তরিকতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। বৈঠকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রীমকোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় প্রধান বিচারপতি আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠেয় জুডিশিয়াল কনফারেন্সে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। তিনি জানান, আগামী ২ জানুয়ারি সুপ্রীমকোর্ট দিবস পালিত হবে। তিনি সুপ্রীমকোর্ট দিবসের অনুষ্ঠানেও রাষ্ট্রপতিকে প্রধান অতিথি থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
×