ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাস্টমসের সবার নীল রঙের ইউনিফর্ম

প্রকাশিত: ০৬:০৬, ৬ নভেম্বর ২০১৭

কাস্টমসের সবার নীল রঙের ইউনিফর্ম

বাংলাদেশ কাস্টমসের সিপাহী থেকে কমিশনার এমনকি মহাপরিচালক (ডিজি) পর্যন্ত সবাইকে নীল রঙের ইউনিফর্ম পরতে হবে। আগামী ডিসেম্বর থেকে নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। সম্প্রতি অফিসার্স ক্লাবে বিসিএস (কাস্টমস এ্যান্ড ভ্যাট) এ্যাসোসিয়েশন আয়োজিত ‘সুশাসন, নৈতিকতা ও মূল্যবোধ’ বিষয়ক এক সেমিনারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। তিনি বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, কাস্টমসের সিপাহী থেকে কমিশনার এমনকি মহাপরিচালক পর্যন্ত সবাইকে নীল রঙের ইউনিফর্ম পরতে হবে। বর্তমানে ইন্সপেক্টর ও সুপারিনটেন্ডেন্ট পর্যন্ত সাদা ইউনিফর্ম পরা বাধ্যতামূলক রয়েছে। কাস্টমসের মেম্বার ও চেয়ারম্যানের জন্য ইউনিফর্ম পরা অপশনাল বা ঐচ্ছিক রাখা হয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এই সিদ্ধান্ত আগামী ডিসেম্বর থেকে বাস্তবায়ন করা হবে। জানা যায়, সেবার মান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বাড়াতেই কাস্টমসের রং ও স্বরূপ বদলানো হচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার
×