ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রকাশিত: ০৬:০৬, ৬ নভেম্বর ২০১৭

৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

স্টাফ রিপোর্টার ॥ রফতানি বহুমুখীকরণ ও বেসরকারী বিনিয়োগ বাড়াতে সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এ সংক্রান্ত দুটি পৃথক প্রকল্পে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় মোট ৪৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে সংস্থাটি। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ৮০ টাকা হিসেবে) এর পরিমাণ প্রায় ৩ হাজার ৬৫৬ কোটি টাকা। রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি)সচিব কাজী শফিকুল আযম এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। এসময় দুটি প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি শেষে কাজী শফিকুল আযম বলেন, ইতোমধ্যেই আইপিএফএফ-১ প্রকল্পটি সফলভাবে সমাপ্ত হয়েছে। এর আওতায় ২১টি সাব সেক্টরে ২ হাজার ৪৪১ কোটি ৪৯ লাখ টাকার দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করা হয়েছে। এ প্রকল্পের সফলতার ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের প্রকল্পটি হাতে নেয়া হচ্ছে। প্রকল্পটি দেশের অবকাঠামো উন্নয়ন খাতে অর্থায়ন ঘাটতি পূরণে সহায়তা করবে। চিমিয়াও ফান বলেন, কর্মসংস্থান তৈরির বিষয়টি এখন খুবই গুরত্বপূর্ণ। বাংলাদেশ সরকারও এক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছে। প্রতিবছর ২ মিলিয়ন যুবক শ্রম বাজারে প্রবেশ করছে। এদের জন্য কর্মসংস্থার সৃষ্টি অন্যতম চ্যালেঞ্জ। এজন্য পোশাক খাতের বাইরে অন্যান্য শিল্প খাতে রফতানি বাড়াতে হবে। কিন্তু রফতানি বহুমুখীকরণ করতে গেলে রয়েছে নানা চ্যালেঞ্জ। এগুলো হচ্ছে- পণ্যের আন্তর্জাতিক মান বাজায় রাখা, যন্ত্রপাতি ও অবকাঠামো ইত্যাদি। তাই এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জব প্রকল্পটি হাতে নেয়া হচ্ছে। তাছাড়া অবকাঠামো খাতে অর্থায়ন ঘাটতি মোকাবেলায় আইপিএফএফ-২ প্রকল্পটি বিশেষ ভূমিকা রাখবে।
×