ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশে চীনের আরও বিনিয়োগ চায় এফবিসিসিআই

প্রকাশিত: ০৬:০৫, ৬ নভেম্বর ২০১৭

বাংলাদেশে চীনের আরও বিনিয়োগ চায় এফবিসিসিআই

ৎঅর্থনৈতিক রিপোর্টার ॥ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন) চীনের ব্যবসায়িক সম্প্রদায়কে বাংলাদেশের অবকাঠামো, যন্ত্রপাতি তৈরি, হাল্কা প্রকৌশল শিল্প, ইলেক্ট্রনিক্স এবং বস্ত্র খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। রবিবার মতিঝিলের ফেডারেশন ভবনে চীনের জিলিন প্রদেশের এক বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফেডারেশনের নেতৃবৃন্দের আলোচনা সভায় এফবিসিসিআই সভাপতি এ আহ্বান জানান। দুপুরে চীনের ২১ সদস্যবিশিষ্ট বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জিলিন প্রদেশের বাণিজ্য বিভাগের উপ-পরিচালক মি. সান গুওহুয়া। এ সময় এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মোঃ মুনতাকিম আশরাফ এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এফবিসিসিআই অধিভুক্ত খাতভিত্তিক বিভিন্ন সদস্য সংস্থার প্রতিনিধিবৃন্দ সভায় অংশ নেন। এফবিসিসিআই সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন) তার বক্তব্যে চীন প্রতিনিধি দলকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত বর্ধনশীল এবং আর্থসামাজিক বিভিন্ন সূচকে অত্যন্ত ইতিবাচক অগ্রগতি ঘটছে।
×