ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সর্বনিম্ন টোকেন ট্যাক্স ৫১ টাকা

প্রকাশিত: ০৬:০৫, ৬ নভেম্বর ২০১৭

চট্টগ্রামে সর্বনিম্ন টোকেন ট্যাক্স ৫১ টাকা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীতে বসবাসকারীদের সর্বনিম্ন টোকেন ট্যাক্স ৫১ টাকায় নির্ধারণ করেছি। অতীতে তা ছিল ১০২ টাকা। এই ৫১ টাকায় যদি কোন হোল্ডার পরিশোধ করতে না পারেন তাহলে তাদের হয়ে আমি নিজ তহবিল থেকেই প্রতিবছর সিটি কর্পোরেশনকে এই টোকেন ট্যাক্স পরিশোধ করে দেব। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন কর্পোরেশনের পঞ্চবার্ষিকী কর মূল্যায়ন বিষয়ক এক সুধী সমাবেশে কথাগুলো বলেন। ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ডভিত্তিক এ সমাবেশ। উদ্দেশ্য পঞ্চবার্ষিক কর পুনঃমূল্যায়ন বিষয়ে নাগরিকদের ধারণা প্রদান করা। রবিবার নগরীর জালালাবাদ ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর শাহেদ ইকবার বাবু সুধী সমাবেশের আয়োজন করেন। এতে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, নিন্দুকদের একটি অংশ অপরাজনীতির মাধ্যমে নগরবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি তার অবস্থান পরিষ্কার করতে গিয়ে বলেন, সিটি কর্পোরেশন কোন আইন প্রণয়ন করে না। কর্পোরেশনকে বিধিবদ্ধ আইন অনুযায়ী পরিচালিত হতে হয়। কর আরোপও হয়ে থাকে মন্ত্রণালয় থেকে জারি করা করবিধি অনুযায়ী। তারপরও আপীল রিভিউ বোর্ডের বিবেচনায় বিধবা, গরিব, নিঃস্ব এবং অসচ্ছল হোল্ডারদের সর্বোচ্চ ছাড় প্রদান করা হচ্ছে।
×