ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেষ সময়ে ভিড় বাড়ছে আয়কর মেলায়

প্রকাশিত: ০৬:০৩, ৬ নভেম্বর ২০১৭

শেষ সময়ে ভিড় বাড়ছে আয়কর মেলায়

ওয়াজেদ হীরা ॥ শেষ হতে যাচ্ছে জাতীয় আয়কর মেলা ২০১৭। আজ সোমবার মেলার ৬ষ্ঠ দিন। আগামীকাল মঙ্গলবার পর্দা নামবে সাত দিনব্যাপী এই আয়কর মেলার। তবে মেলার সময় যতই শেষের দিকে করদাতা ও সেবাগ্রহীতাদের ভিড় ততই বাড়ছে। মেলার পঞ্চম দিনেও রাজধানীর আগারগাঁও নির্মাণাধীন রাজস্ব ভবনে দেখা গেছে সেবাগ্রহীতাদের উপচে পড়া ভিড়। এবারের মেলায় তরুণদের আগ্রহ একটু বেশিই দেখা গেছে। মেলার শেষ দুদিনও এমন ভিড় থাকবে প্রত্যাশা করছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। তবে মেলার সময় বৃদ্ধি করা হবে না বলেও জানা গেছে। রবিবার মেলায় রিটার্ন দাখিল করতে এসেছেন আসিফ সরোয়ার। দ্রুত সেবা পেয়ে তিনি জনকণ্ঠকে জানান, এবারের মেলায় বেশ ভিন্নতা পাচ্ছি। আমি প্রতিবছর এই মেলায় কাজ সেরে নেই। মেলায় অনেক সুবিধা মেলে দ্রুত। কল্যাণপুর থেকে প্রথমবারের মতো পরিবারের দু’জনের আয়কর রিটার্ন দাখিল করতে এসেছেন তাহমিনা খন্দকার। ছুটির দিনে বেশি ভিড় থাকে তাই একটি কর্মদিন বেছে নিয়েছেন তিনি। তবে এসে মানুষের ভিড় দেখে ‘অবাক’ বনে যান। তিনি বলেন, আমি ভেবেছিলাম ছুটির দিনে বেশি ভিড় থাকবে তাই অন্য দিন যাব কিন্তু ভিড় মনে হয় বাড়ছে। অবশ্য সেবা পাওয়া নিয়ে সন্তুষ্ট তিনি। এদিকে ইয়াকুব বিন বন্ধুদের সঙ্গে এসেছেন মেলায়। ২৩ বছর বয়সী এই যুবক মেলায় ঘুরে বলেন, আমার জানতে এবং বুঝতে এসেছি বিষয়টা। আমরা সচেতন হলে আরও কাউকে সচেতন করতে পারব। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই বন্ধুদের গ্রুপটি আরও বলে, আমার টাকায় দেশ উন্নয়ন হয় এর চেয়ে তৃপ্তির কিছুই নেই। অনলাইনে রিটার্ন দাখিলের ই-ফাইলিং বুথে অপেক্ষাকৃত তরুণ করদাতাদের ভিড় দেখা গেছে। অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড যারা নিচ্ছেন তাদের বেশিরভাগই তরুণ করদাতা। কর ব্যবস্থাপনাকে আরও আধুনিকায়নের চেষ্টা চলছে। মেলা ঘুরে দেখা যায়, শুক্র ও শনিবারের চেয়ে কোন অংশে ভিড় কমতি নেই মেলায় বরং বেড়েছে। বিভিন্ন বুথে দায়িত্বরত কর্মকর্তারাও স্বীকার করছেন সেবাগ্রহীতা সংখ্যা বৃদ্ধির কথা। আর আগতদের সেবা দিতে পেরে সন্তুষ্ট কর্মকর্তারাও। গত পহেলা নবেম্বর সারাদেশে আয়কর মেলার উদ্বোধন করা হয়। রাজধানীসহ বিভিন্ন জেলা উপজেলা শহরেও হচ্ছে আয়কর মেলা। এদিকে, এবারের মেলায় প্রথম দিন থেকেই ভিড় লক্ষ্য করা গেছে। করদাতাদের সুবিধার্থে মেলার চতুর্থ দিন থেকে সময় কিছুটা বাড়ানো হয়েছে। সকাল থেকে রাত আটটা পর্যন্ত চলবে মেলা। এর আগে মেলা বিকেল ৫টা পর্যন্ত চলত। তবে চতুর্থ দিন থেকে মেলার শেষ দিন পর্যন্ত রাত ৮টায় শেষ হবে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ডের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন। আগামীকাল মঙ্গলবার মেলার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি ঘোষণা করা হবে। প্রতিদিনের মতো রবিবারও মেলায় করদাতাদের বাড়তি আকর্ষণ যোগ করে ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’। মেলায় কয়েকটি লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে করদাতারা এ কার্ড সংগ্রহ করেন। সাধারণ করদাতাদের পাশাপাশি বিশেষ ব্যক্তিদের ইনকাম ট্যাক্স আইডি কার্ড সংগ্রহ মেলায় বাড়তি মাত্রা যোগ করে। প্রথমবারের মতো ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের আয়কর মেলায় এ কার্ড প্রদান করা হচ্ছে। মেলায় সাধারণ করদাতাদের পাশাপাশি সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, আইটি বিশেষজ্ঞ, সচিবসহ সরকারের উর্ধতন কর্মকর্তাদের ’ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ প্রদান করা হচ্ছে। এদিকে, রাজধানীতে মেলার ৫ম দিন আয়কর মেলায় আগত করদাতা-সেবাগ্রহীতাদের রাস্তা ব্যবহারের ক্ষেত্রে একটু ভোগান্তিও পোহাতে হয়েছে। যদিও এ বিষয়ে আগেই দুঃখ প্রকাশ করে ব্যবহারের অনুরোধ জানিয়েছিল আয়কর মেলা কর্তৃপক্ষ। রাজধানীতে কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশন (সিপিএ) ৬৩তম সম্মেলনে আগত অতিথিদের নিরাপত্তার কথা বিবেচনা করে গতকাল বন্ধ ছিল রাজধানীর আগারগাঁও রোড। মেলায় আগত করদাতা-সেবাগ্রহীতাদের মিরপুর/শ্যামলী রোড ব্যবহারের অনুরোধ জানিয়েছিল মেলা কর্তৃপক্ষ। তাতে অনেককেই একটু বেশি রাস্তা ঘুরে মেলায় আসতে হয়েছে। এদিকে, মেলার প্রথম দিনে আয়কর আহরণ হয়েছে ২০৭ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৫৫৮ টাকা। দ্বিতীয় দিনে ৫৪৩ কোটি ৩০ লাখ ৮৭ হাজার ৮৫৭ টাকার আয়কর আহরণ করা হয়। তৃতীয় দিনে আহরণ হয় ২৩৩ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ৭১৪ টাকা এবং চতুর্থ দিনে ২১৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ২১১ টাকার আয়কর আহরণ করা হয়েছে। চারদিনে আহরণ করা হয়েছে ১২০১ কোটি ৩৭ লাখ ৫ হাজার ৩৪০ টাকা রাজস্ব। যা গত বছরের চেয়ে ৪৪ কোটি ১৭ লাখ ৬৫ হাজার ৬০৮ টাকা বেশি।
×