ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুনাফার ৪৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে আইসিবি

প্রকাশিত: ০৬:০২, ৬ নভেম্বর ২০১৭

মুনাফার ৪৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে আইসিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগের অর্থবছরের তুলনায় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ। তবে লভ্যাংশ ঘোষণার পরিমাণ বেড়েছে ১৭ শতাংশ। এছাড়া কোম্পানিটির পর্ষদ ২০১৬-১৭ অর্থবছরে মুনাফার ৪৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যাতে বাকি ৫২ শতাংশ রিজার্ভে যোগ হবে। ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় ২ নবেম্বর কোম্পানিটির পর্ষদ লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে। আইসিবির ২০১৫-১৬ অর্থবছরে ইপিএস হয়েছিল ৫.২৪ টাকা। যা ২০১৬-১৭ অর্থবছরে ২.০৫ টাকা বা ৩৯ শতাংশ বেড়ে হয়েছে ৭.২৯ টাকা। অপরদিকে আগের অর্থবছরে ৩০ শতাংশ হারে প্রতি শেয়ারে ৩ টাকা লভ্যাংশ ঘোষণা করা হলেও এবার ৩৫ শতাংশ হারে ৩.৫ টাকা ঘোষণা করা হয়েছে। এ হিসাবে লভ্যাংশ ঘোষণার পরিমাণ বেড়েছে ০.৫০ টাকা বা ১৭ শতাংশ। আইসিবির ২০১৬-১৭ অর্থবছরে শেয়ারপ্রতি ৭.২৯ টাকা হিসাবে মোট ৪৬১ কোটি ৩২ লাখ টাকা মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩৫ শতাংশ হারে প্রতি শেয়ারে ৩.৫০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। এ হিসাবে মুনাফার ২২১ কোটি ৪৮ লাখ টাকা বা ৪৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যাতে বাকি ২৩৯ কোটি ৮৪ লাখ টাকা বা ৫২ শতাংশ রিজার্ভে যোগ হবে। ৬৩২ কোটি ৮১ লাখ টাকার পরিশোধিত মূলধনের আইসিবিতে ২ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ টাকার রিজার্ভ রয়েছে। যা ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় মুনাফার কম লভ্যাংশ ঘোষণা করায় এর পরিমাণ আরও ২৩৯ কোটি ৮৪ লাখ টাকা বাড়বে। এর আগে কোম্পানিটি ২০১৩-১৪ অর্থবছরে মুনাফার ৪৭ শতাংশ শেয়ারহোল্ডারদের না দিয়ে রিজার্ভ বাড়ায়। এছাড়া ২০১৪-১৫ অর্থবছরে ৫৪ শতাংশ ও ২০১৫-১৬ অর্থবছরে ৪৩ শতাংশ দিয়ে রিজার্ভ বাড়ায়। উল্লেখ্য, রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৮৩ টাকায়।
×