ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে ৬২ শতাংশ কোম্পানির দরপতন

প্রকাশিত: ০৬:০১, ৬ নভেম্বর ২০১৭

পুঁজিবাজারে ৬২ শতাংশ কোম্পানির দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। এই দিনে প্রধান বাজারে মোট ৬২ শতাংশ কোম্পানির দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৫৩৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৩৭ কোটি ৪২ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৬৭৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭, কমেছে ২০৩ এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৬ পয়েন্ট কমে ৬ হাজার ৭২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩২৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো লঙ্কাবাংলা ফাইন্যান্স, বিবিএস কেবল, ইফাদ অটো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, শাহজালাল ইসলামী ব্যাংক, ইস্টার্ন হাউজিং, ফু-ওয়াং ফুড, স্কয়ার ফার্মা, এক্সিম ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো মুন্নু সিরামিক, মুন্নু স্টাফলার, ফু-ওয়াং ফুড, ওরিয়ন ইনফিউশন, মেঘনা সিমেন্ট, ইস্টার্ন হাউজিং, বিবিএস কেবল, ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড, হাইডেলবার্গ সিমেন্ট ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো স্টাইল ক্রাফট, সি এ্যান্ড এ টেক্সটাইল, দুলা মিয়া কটন, লিগ্যাছি ফুটওয়্যার, জেএমআই সিরিঞ্জ, বেক্সিমকো সিনথেটিক, আরামিট সিমেন্ট, শাইনপুকুর সিরামিক, বিআইএফসি ও ফনিক্স ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮২৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬২, কমেছে ১৫১ এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো স্কয়ার ফার্মা, ফু-ওয়াং ফুড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বিবিএস কেবল, কেয়া কসমেটিক, বিএসআরএম লিমিটেড, আমরা নেটওয়ার্ক, ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো ও লঙ্কাবাংলা ফাইন্যান্স।
×