ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ যুবাদের ‘ডু অর ডাই ম্যাচ’ আজ

প্রকাশিত: ০৫:৫৬, ৬ নভেম্বর ২০১৭

বাংলাদেশ যুবাদের ‘ডু অর ডাই ম্যাচ’ আজ

এএফসি অনুর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব, তাজিকিস্তানের হিসর সেন্ট্রাল স্টেডিয়ামে রহমত মিয়া, জাফর ইকবালদের প্রতিপক্ষ গ্রুপের সবচেয়ে শক্তিশালী ও শীর্ষে থাকা উজবেকিস্তান, জয় পেতে আত্মবিশ্বাসী কোচ রক্সি জাহিদুল আলম জয় ॥ লক্ষ্য একটাই। ২০১৮ সালের ১৮ অক্টোবর থেকে ৪ নবেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এএফসি চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলা। এ লক্ষ্যে এএফসি অনুর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাই ফুটবলে অংশ নিতে লাল-সবুজের প্রতিনিধিরা অবস্থান করছেন তাজিকিস্তানে। সেখানে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে মূলপর্বে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের যুবারা। এ লক্ষ্যে আজই আসল পরীক্ষার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অনুর্ধ-১৯ জাতীয় দল। ‘বি’ গ্রুপে নিজেদের তিন নম্বর ম্যাচে রহমত মিয়া, জাফর ইকবালদের প্রতিপক্ষ গ্রুপের সবচেয়ে শক্তিশালী ও শীর্ষে থাকা উজবেকিস্তান। তাজিকিস্তানের হিসর সেন্ট্রাল স্টেডিয়ামে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বেলা ৩টায়। মূলপর্বে খেলতে হলে উজবেকদের বিরুদ্ধে ভাল কিছু করার বিকল্প নেই মাহবুব হোসেন রক্সির দলের। স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে ড্র করে শুরুটাও ভাল হয়েছে বাংলাদেশের। এরপর মালদ্বীপের বিরুদ্ধে প্রত্যাশিত জয় পেলেও সেটা ছিল মাত্র এক গোলে। এজন্য বাংলাদেশের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ হয়ে পরের পর্বে যাওয়ার রাস্তাটা মোটেও সহজ নয়। এ কারণে উজবেকদের বিরুদ্ধে বাংলাদেশ খেলতে নামছে অনেকটাই ডু অর ডাই ম্যাচ। যেখানে লক্ষ্য জয় বা ড্র। দেশ ছাড়ার আগেই কোচ মাহবুব হোসেন রক্সি জানিয়েছিলেন বাছাইপর্বে মূল প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ ধরছে উজবেকিস্তানকে। এরপরই তাজিকিস্তান। বাকি দুই দল শ্রীলঙ্কা ও মালদ্বীপ। প্রথম দুই ম্যাচে মোটামুটি প্রত্যাশিত পারফর্মেন্স হলেও গোলখরায় ভুগেছে বাংলাদেশ। উজবেকিস্তানের বিরুদ্ধে তাই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে যুবাদের। কেননা তারা আছে দারুণ ছন্দে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০-০ গোলে উড়িয়ে দিয়ে শক্তির জানান দেয় উজবেকিস্তান। এ প্রসঙ্গে কোচ রক্সি বলেন, ‘পূর্বের ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই অঞ্চল থেকে উজবেকিস্তানই সব থেকে ভাল করে আসছে। নিঃসন্দেহে তারা শক্তিধর দল। তবে তাদের হারিয়ে দেয়া যাবে না এটাও ঠিক না।’ শ্রীলঙ্কার সঙ্গে উজবেকিস্তানের ম্যাচটি দেখেছেন বাংলাদেশের কোচ। সঙ্গে নিজেদের দ্বিতীয় ম্যাচের পর পাওয়া তিনদিন সময়কে বাড়তি এ্যাডভান্টেজ হিসেবে কাজেও লাগাচ্ছেন। তিনদিনের বিশ্রামে দলের ছোটখাটো চোট সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, সেই সঙ্গে আগের ম্যাচগুলোতে নিজেদের করা ভুলত্রুটিগুলো শুধরানো হচ্ছে। কোচ রক্সি বলেন, ‘মালদ্বীপের বিরুদ্ধে আমাদের দল ভাল খেলেছে। ম্যাচে আমরা প্রাধান্য বিস্তার করে খেলেছিলাম। প্রথম ম্যাচে তাজিকদের বিপক্ষে ড্র আর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারিয়ে দেবার পর আমরা তৃতীয় ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে উজবেকিস্তানের বিরুদ্ধে জয় তুলে নেয়া।’ দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সব থেকে এগিয়ে উজবেকিস্তান। তারা প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ গোলে জয় আর পরের ম্যাচে মালদ্বীপকে হারিয়েছে ৬ গোলে। রানার্সআপ হওয়ার দৌড়ে আছে বাংলাদেশ ও স্বাগতিক তাজিকিস্তান। দু’দলের এখন পর্যন্ত ভা-ারে জমা ৪ পয়েন্ট করে। তবে গোলগড়ে অনেক এগিয়ে তাজিকরা। এ কারণে গ্রুপের রানার্সআপ হতে হলেও উজবেকদের বিরুদ্ধে ভাল করার বিকল্প নেই। যদিও বাংলাদেশ থেকে র‌্যাঙ্কিংয়ে ৮০ ধাপ এগিয়ে উজবেকিস্তান। তাই তাদের যুব দলটিও যে প্রতিপক্ষ হিসেবে কঠিন তা তো বলার অপেক্ষা রাখে না। এ প্রসঙ্গে বাংলাদেশ দলের কোচ রক্সি বলেন, ‘আমাদের জন্য এখন এক পয়েন্টও মহামূল্যবান। পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচটিই বেশি গুরুত্বপূর্ণ। আমাদের জন্য এই ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে ডু অর ডাই ম্যাচ।’
×