ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়েস্টহ্যামকে উড়িয়ে দিল লিভারপুল

প্রকাশিত: ০৫:৫৫, ৬ নভেম্বর ২০১৭

ওয়েস্টহ্যামকে উড়িয়ে দিল লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে লিভারপুল। মোহামেদ সালাহর জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার জার্গেন ক্লপের দল ৪-১ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। তবে স্টোক সিটির মাঠ থেকে ২-২ গোলে ড্র নিয়ে ফিরেছে লিচেস্টার সিটি। এছাড়া প্রিমিয়ার লীগে এদিন দারুণ জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে হাডার্সফিল্ড, বোর্নমাউথ, বার্নলি এবং ব্রাইটন। শনিবার রাতে ওয়েস্টহ্যামের মাঠে আতিথ্য নেয় লিভারপুল। শুরু থেকেই দুর্দান্ত খেলে জার্গেন ক্লপের শিষ্যরা। তবে প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ম্যাচের ২১ মিনিট পর্যন্ত। দারুণ এক গোল করে সফরকারী সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান মোহামেদ সালাহ। সাদিও মানের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে আসা গোলরক্ষক জো হার্টকে নিখুঁত শটে পরাস্ত করেন সালাহ। এগিয়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই গোল ব্যবধান দ্বিগুণ করে অলরেডরা। ২৪ মিনিটে কর্নার থেকে আসা বল ওয়েস্টহ্যামের মার্ক নোবেলের পা হয়ে জালের দিকে ছুটছিল; জো হার্ট তা ফেরালেও গ্লাভসবন্দী করতে ব্যর্থ হন। গোলমুখে থাকা ক্যামেরুনের ডিফেন্ডার মাতিপ সহজ সুযোগটি কাজে লাগান। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ওয়েস্টহ্যাম। ৫৫ মিনিটে ডানদিক থেকে আন্দ্রে আইয়ুর বাড়ানো ক্রস বুক দিয়ে নামিয়ে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে প্রতিরোধের সুযোগ না দিয়ে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন মানুয়েল লানজিনি। তবে তার পরের মিনিটেই ব্যবধান বাড়িয়ে নেয় লিভারপুল। একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সের কাছ থেকে রবার্তো ফিরমিনো ছোট পাস বাড়ান চেম্বারলেইনকে। ইংলিশ এই মিডফিল্ডারের প্রথম প্রচেষ্টা জো হার্ট পা দিয়ে ফেরানোর পর ফিরতি শট আটকাতে পারেননি। ৭৫তম মিনিটে আবারও গোল-উৎসবে ভাসে সফরকারী সমর্থকরা। মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে ওঠা মানে বল বাড়ান সালাহকে। কোনাকুনি জোরালো শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন দুর্দান্ত ফর্মে থাকা মিসরের এই তারকা ফরোয়ার্ড। ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেয়ার পর ইংলিশ ক্লাবটির হয়ে এ নিয়ে ১২ গোল করলেন সালাহ, যার ৭টিই লীগে। ওয়েস্টহ্যামের বিপক্ষে বড় জয়ের পর দারুণ সন্তুষ্ট লিভারপুলের কোচ জার্গেন ক্লপ। ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এমন ফলাফল স্বাভাবিকভাবেই আপনাকে আনন্দ দিবে। আমরা এদিন আমাদের দর্শনে পরিবর্তন আনি। পুরোপুরি আক্রমণাত্মক লাইনআপ নিয়েই তাদের মাঠে খেলতে যাই। তাদের বিপক্ষে আমাদের প্রথম গোলটাই ছিল দুর্দান্ত।’ ১১ ম্যাচে পঞ্চম জয় পাওয়া লিভারপুল ১৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ষষ্ঠ স্থানে রয়েছে। চেলসি চতুর্থ ও আর্সেনাল পঞ্চম স্থানে রয়েছে। এই দুই দল অবশ্য লিভারপুলের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দ্বিতীয়। আর ২০ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম হটস্পার রয়েছে তৃতীয় স্থানে। ১১ ম্যাচ থেকে মাত্র ৯ পয়েন্ট নিয়ে ১৭ নাম্বারে অবস্থান করছে ওয়েস্টহ্যাম। ইংলিশ প্রিমিয়ার লীগের সাবেক চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির অবস্থান ১২ নাম্বারে। তাদের দখলে মাত্র ১৩ পয়েন্ট। স্টোক সিটির মাঠে শনিবার দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে তারা। দিনের অন্য ম্যাচগুলোতে হাডার্সফিল্ড ওয়েস্ট ব্রমউইচকে, বোর্নমাউথ নিউক্যাসল ইউনাইটেডকে, বার্নলি সাউদাম্পটনকে এবং ব্রাইটন সোয়ানসি সিটিকে ১-০ গোলে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।
×