ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রেট ম্যাকগ্রা যা বলছেন...

প্রকাশিত: ০৫:৫৪, ৬ নভেম্বর ২০১৭

গ্রেট ম্যাকগ্রা যা বলছেন...

স্পোর্টস রিপোর্টার ॥ ২০০৬-২০০৭ মৌসুমে ঘরের মাটিতে এ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৫-০তে ‘হোয়াইটওয়াশ’ করেছিল অস্ট্রেলিয়া। সেবার বল হাতে একাই অতিথিদের নাস্তানাবুদ করেছিলেন সাবেক স্পিডস্টার গ্লেন ম্যাকগ্রা। ২০১৩-২০১৪ সর্বশেষ অস্ট্রেলিয়া সফরেও একই পরিণতিবরণ করে ইংলিশরা। গতবার ইংল্যান্ডে গিয়ে খাবি খাওয়া অসিরা এবারও কি ঘরের মাটিতে অতীতের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে? রসিকতার ছলে ‘৫-০’ বললেও ম্যাকগ্রা আসলে নিশ্চিত নন, ‘আমাদের বোলাররা ভাল করতে পারলে আবারও সম্ভাবনা আছে। তবে সেটা সবসময়ই নির্ভর করে ব্যাটসম্যানদের ওপর। মনে রাখতে হবে টেস্টে বড় স্কোর গড়তে পারলে তবেই বোলাররা ম্যাচ জিতিয়ে আনতে পারে। এটা বোলারদের কাছ থেকে আশা করা যায়।’ ২০০৭-এ অবসরে যাওয়ার আগে ১৪ বছরের খেলোয়াড়ী জীবনে ১২৪ টেস্টে ৫৬৩ উইকেট নেয়া ম্যাকগ্রা স্বীকার করেছেন অক্রেলিয়া দলের এই দু’টি বিষয়ের সমন্বয়ের ওপরই অনেক কিছু নির্ভর করবে। দেশের হয়ে তিন তিনটি ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য আরও যোগ করেন, ‘আমি মনে করছি সিরিজটা উপভোগ্য হবে এবং শক্তিশালী দলই শেষে জিতবে। উভয় দলেই কিছু ইস্যু আছে, সে বিষয়ে সন্দেহ নেই। ইংল্যান্ডের দিকে তাকান, সত্যি বলতে তাদের অর্ধেক খেলোয়াড়ের খেলাই আমি আগে দেখিনি। অস্ট্রেলিয়া যে থিতু হয়েছে, আমি সেটিও মনে করি না।’ স্টিভেন স্মিথের এই দলের ব্যাটিং বিভাগ প্রসঙ্গে ৪৭ বছর বয়সী সাবেক তারকা পেসার বলেন, ‘ব্যাটিংয়ে ছয় নম্বর পজিশন এবং উইকেটরক্ষক এই মুহূর্তে থিুত নয়, সুতরাং আমরা দেখব কি হয়।’ ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসের বিষয়টি উভয় দলের শক্তির ভারসাম্যে প্রভাব ফেলবে বলেও উল্লেখ করেন ম্যাকগ্রা। স্টোকসের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘একজন সহ-অধিনায়ক হিসেবে মাঠের এবং মাঠের বাইরে সর্বত্রই আপনাকে মান বজায় রাখতে হবে। যেটা ঘটেছে সেটা মোটেই ভাল কিছু নয়। সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে, বিশ্বের অন্যতম সেরা একজন খেলোয়াড়কে ইংল্যান্ড দলে পাচ্ছে না। সে থাকা মানে একইসঙ্গে দলে দুইজন খেলোয়াড় থাকা। সুতরাং তার অনুপস্থিতি সফরকারীদের জন্য একটা বড় ধাক্কা। পুরো সিরিজে তাকে দেখা না গেলেও বিস্ময়ের কিছু থাকবে না। আর সিরিজের মধ্যপথে স্টোকস মাঠে নামলেও দর্শকরা তাকে কিভাবে নেয় সেটা দেখার বিষয়। এটা তার জন্য সমস্যা হতে পারে।’ সবশেষে ম্যাকগ্রা বলেন, সিরিজের ফল নির্ধারিত হবে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের পারফর্মেন্সের ওপর ভিত্তি করে।’ ২৩ নবেম্বর গ্যাবা (ব্রিসবেন) টেস্ট দিয়ে শুরু ময়দানী লড়াই। এ্যাডিলেড, পার্থ, মেলবোর্ন আর সিডনিতে পাঁচ ম্যাচ এ্যাশেজের পরের চারটি যথাক্রমে ২, ১৪, ২৬ ডিসেম্বর ও ৪ জানুয়ারি।
×