ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রইল বাকি চিটাগং ভাইকিংস

প্রকাশিত: ০৫:৫৪, ৬ নভেম্বর ২০১৭

রইল বাকি চিটাগং ভাইকিংস

মিথুন আশরাফ ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসরে এবার সাত দল অংশ নিচ্ছে। ঢাকা ডাইনামাইটস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, চিটাগং ভাইকিংস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্স খেলছে। ছয় দল এরইমধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। বাকি রয়েছে শুধু চিটাগং ভাইকিংস। দলটি মঙ্গলবার মাঠে নামবে। নিজেদের প্রথম ম্যাচ খেলবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়াই করবে। এই লড়াই দিয়েই এবারের বিপিএলের যাত্রা শুরু করবে চিটাগং ভাইকিংস। শনিবার শুরু হয়ে টানা দুইদিন খেলা হওয়ার পর আজ বিপিএলে একদিন বিরতি আছে। এই বিরতি শেষে আবার টানা দুইদিন খেলা হবে। চিটাগংয়ের মাঠে নামা দিয়েই সেই দুইদিনের শুরু হবে। এ দুইদিনও সিলেটে খেলা হবে। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন বিরতি দিয়ে ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয়পর্ব শুরু হবে। সিলেটে যে প্রথমপর্বের শেষ দুইদিন খেলা রয়েছে টানা দুইদিনই প্রথম ম্যাচ খেলতে হবে চিটাগংকে। মঙ্গলবার কুমিল্লার বিপক্ষে লড়াই করার পর বুধবার রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে চিটাগং। সিলেটে বিপিএলের প্রথমপর্ব খেলা হচ্ছে। তাই সিলেট সিক্সার্স নিজ ভূমে চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। বাকি সব দলের মতো চিটাগংও সিলেটে দুটি ম্যাচ খেলবে। চিটাগং ভাইকিংস এ পর্যন্ত বিপিএলের দুই আসরে অংশ নিয়েছে। ২০১৫ ও ২০১৬ সালের আসরে খেলেছে। এর আগে আরেক ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম দুই আসরে চিটাগং কিংস নামে খেলেছে চিটাগং। এবার নিয়ে তৃতীয়বারের মতো খেলবে চিটাগং ভাইকিংস। ২০১৫ সালে তৃতীয় আসরে ছয় দলের লীগে সবচেয়ে নিচে ছিল চিটাগং ভাইকিংসের অবস্থান। লীগপর্বে ১০ ম্যাচের মধ্যে মাত্র ২ ম্যাচে জিততে পেরেছিল। ২০১৬ সালের আসরে অবশ্য দুর্দান্ত খেলে চিটাগং ভাইকিংস। পয়েন্ট তালিকায় সেরাচারে থাকে। তবে এলিমিনেটর ম্যাচে হেরে বিদায় নেয়। এবার বিপিএলে ভাল খেলার প্রত্যয় নিয়েই নামবে চিটাগং ভাইকিংস। এবার দলটিতে আইকন ক্রিকেটার আছেন সৌম্য সরকার। দেশী ক্রিকেটারদের মধ্যে আলাউদ্দিন বাবু, আল-আমিন জুনিয়র, এনামুল হক বিজয়, ইরফান শুকুর, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, ইয়াসির আরাফাত মিশু, সোহরাওয়ার্দী শুভ, সানজামুল ইসলাম, তানভির হায়দার, নাঈম হাসান আছেন। খুব বড় নাম নয়। আর বিদেশী ক্রিকেটারদের মধ্যে রয়েছেন পাকিস্তানের মিসবাহ উল হক, শ্রীলঙ্কার দিলশান মুনাভিরা, আফগানিস্তানের নজিবুল্লাহ জাদরান, শ্রীলঙ্কার জীবন মেন্ডিস, জিম্বাবুইয়ের সিকান্দার রাজা, ইংল্যান্ডের লিয়াম ডওসন, অস্ট্রেলিয়ার লুক রনকি। বিদেশী ক্রিকেটারদের মধ্যেও খুব বড় নাম নেই। এই দল নিয়েই ভাল কিছু করতে চায় চিটাগং ভাইকিংস। এখন দেখা যাক এবার মিসবাহ উল হকের নেতৃত্বে দলটি কতদূর যেতে পারে। চিটাগংয়ে এবার তামিম ইকবাল নেই। তাই স্থানীয় তারকা ক্রিকেটারের অভাব রয়েছে। তবে আইকন সৌম্য সরকার তামিমের অভাববোধ হতে দেবেন না বলেই চিটাগং ভাইকিংসের আশা। দলটির নেতৃত্ব দেবেন আবার পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মিসবাহ উল হক। প্রথম ম্যাচ থেকেই তাকে দেখা যাবে। তিনি চিটাগং ভাইকিংসকে আপাতত সেরাচারে দেখতে চান। মিসবাহ বলেন, ‘অবশ্যই আপনি যেই খেলাই খেলুন না কেন, আপনি ভাল খেলতে চাইবেন। আপনি জিততে চাইবেন। আমরা শেষচারে খেলতে চাই। সেটা ভাল ক্রিকেট খেলেই। সেই লক্ষ্যে পৌঁছাতে আমরা পরিশ্রম করছি।’ দেশী তরুণ ক্রিকেটারদের ও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মারদের দলে ভিড়িয়েছে চিটাগং। তাতেই সাফল্য আসা করছে। আর বিদেশী ক্রিকেটাররাও খুব তারকাখ্যাতিসম্পন্ন নয়। মিসবাহ এই দলটিকেই বলছেন ভাল, ‘দলটা ভাল। বেশ কিছু তরুণ খেলোয়াড় আছে। ভাল কিছু বিদেশী খেলোয়াড়ও আছে। সবাইকে ভাল মনে হচ্ছে। আমরা একে অপরের সঙ্গে ভাবনার আদান-প্রদান করব। টিম স্পিরিটও ভাল। ভাল একটা টুর্নামেন্ট খেলতে পারব বলে আশা করছি।’ সেই প্রত্যাশা নিয়েই মঙ্গলবার চিটাগং ভাইকিংসের এবারের বিপিএল মিশন শুরু হবে।
×