ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুদকের ফাঁদ ঘুষ নেয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন ওয়াকফ কর্মকর্তা

প্রকাশিত: ০৫:৪৩, ৬ নভেম্বর ২০১৭

দুদকের ফাঁদ ঘুষ নেয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন ওয়াকফ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার ॥ এবার দুর্নীতি দমন কমিশনের ফাঁদে ধরা পড়েছেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক কার্যালয়ের এক সহকারী প্রশাসক। রাজধানীতে নিজের কার্যালয়ে বসে ঘুষ নেয়ার সময় মোঃ মোতাহার হোসেন খান নামে ওই কর্মকর্তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি বলেন, রবিবার দুপুরে রমনার নিউ ইস্কাটন রোডে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে ঘুষের ৫০ হাজার টাকাসহ মোতাহার হোসেন খানকে হাতেনাতে গ্রেফতার করা হয়। দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। দুদক কর্মকর্তারা জানান, ২০১৩ সালের ১ আগস্ট ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য মসজিদের শূন্য দশমিক ৯৪ একর সম্পত্তি বিক্রয়ের অনুমতি চেয়ে বাংলাদেশ ওয়াকফ প্রশাসক কার্যালয়ে একটি আবেদন করা হয়। মসজিদের মোতাওয়াল্লি আবুল বাশার বেপারী ওই আবেদনটি করলেও পরে তিনি মোতাওয়াল্লি কমিটি সদস্য মোঃ ফারুক হোসেনকে সম্পত্তি বিক্রির ক্ষমতা হস্তান্তর করেন। সম্প্রতি ফারুক হোসেন দুদক অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন, তার কাছ থেকে সহকারী প্রশাসক মোতাহার হোসেন কাজটি করে দেয়ার জন্য পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেছেন। প্রণব বলেন, ঘুষের ৫০ হাজার টাকা হস্তান্তরের দিন রবিবার দুদক দলের সদস্যরা সকাল থেকেই ওয়াকফ কার্যালয়ের চারদিকে ওতপেতে ছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে নিজ দফতরে বসে যখন মোতাহার হোসেন খান ঘুষ গ্রহণ করছিলেন, ঠিক তখনই দুদক দলের সদস্যরা তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। ওই সময় মোতাহারের প্যান্টের পকেট ও আলমারি তল্লাশি করে আরও ৭৯ হাজার টাকা পাওয়া যায় জানিয়ে প্রণব বলেন, এসব টাকার উৎস সম্পর্কে গ্রেফতার মোতাহার হোসেন কোন জবাব দিতে পারেননি। এই ঘটনায় দুদকের উপ-সহকারী পরিচালক মোঃ নাজিমউদ্দীন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেছেন।
×