ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সহপাঠীদের বিক্ষোভ মিছিল দশম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা ॥ শিক্ষকের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ

প্রকাশিত: ০৫:৪২, ৬ নভেম্বর ২০১৭

সহপাঠীদের বিক্ষোভ মিছিল দশম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা ॥ শিক্ষকের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সুরভী রায় ওরফে বৃষ্টি (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। সে ২০১৮ সালের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণের পূর্বশর্ত বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করে বলে প্রচার রয়েছে। এ ঘটনায় তার সহপাঠীরা স্কুলের ভূগোল বিষয়ের শিক্ষককে আত্মহত্যার প্ররোচনাকারী হিসেবে দায়ী করে রবিবার বিকেল সাড়ে তিনটায় শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে ছাত্রীরা জেলা শহরের চৌরঙ্গী মোড়ে দুই ঘণ্টা সড়ক অবরোধের পর সন্ধ্যায় ৬টায় অবোরধ তুলে নিয়ে কর্মসূচী ঘোষণা করে। আত্মহত্যাকারী সুরভী রানী জেলা সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের পূর্ব পাটকামুড়ি দেবীর ডাঙ্গা এলাকার ভীষ্ম রায়ের মেয়ে। সে ওই স্কুলের মানবিক বিভাগের দশম শ্রেণীর ‘ক’ শাখার ছাত্রী। তার রোল নম্বর ২৮।
×