ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাহমুদুর রহমানের ২৩ মামলা বাতিল রুল হাইকোর্টে খারিজ

প্রকাশিত: ০৫:৩৬, ৬ নভেম্বর ২০১৭

মাহমুদুর রহমানের ২৩ মামলা বাতিল রুল হাইকোর্টে খারিজ

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ প্রকাশের অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ২৩ মামলা বাতিল সংক্রান্ত রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এসব মামলার ওপর থেকে আগের দেয়া স্থগিতাদেশও তুলে নিয়েছে আদালত। ফলে এসব মামলা নিম্ন (বিচারিক) আদালতে চলতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। ‘যাবজ্জীবন মানে আমৃত্যু (ন্যাচারাল লাইফ) করাবাস’ আপীল বিভাগের এ সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়েছে। কোন মামলা ছাড়াই মাছ ব্যবসায়ী আব্দুস সামাদ গাজীকে নোটিস দেয়া সিআইডি পুলিশের সাতক্ষীরা জেলার পরিদর্শক শেখ মেসবাহ উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ২৩ মামলা বাতিল সংক্রান্ত রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রবিবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোঃ বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেয়। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর ও সহকারী এ্যাটর্নি জেনারেল সূচিরা হোসাইন। মামলায় বাদীপক্ষে ছিলেন আইনজীবী মোঃ রফিকুল ইসলাম ফারুক। রিভিউ দায়ের ॥ ‘যাবজ্জীবন মানে আমৃত্যু (ন্যাচারাল লাইফ) করাবাস’ আপীল বিভাগের এ সিদ্ধান্তের রিবরুদ্ধে রিভিউ আবেদন করা হয়েছে। রবিবার আপীল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন এ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। সাভারের এক হত্যা মামলার আপীলের রায়ের সময় ‘যাবজ্জীবন কারাদ- মানে আমৃত্যু কারাবাস’ (ন্যাচারাল লাইফ) বলে আপীল বিভাগের মন্তব্য করা ২৪ এপ্রিল ঘোষণা করা রায়ের পুনঃবিবেচনা চেয়ে আবেদন করা হয়েছে রবিবার। বিভাগীয় তদন্তের নির্দেশ ॥ কোন মামলা ছাড়াই মাছ ব্যবসায়ী আব্দুস সামাদ গাজীকে নোটিস দেয়া সিআইডি পুলিশের সাতক্ষীরা জেলার পরিদর্শক শেখ মেসবাহ উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার হাজির হয়ে ওই নোটিস জারির জন্য মেসবাহ উদ্দিনের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা এলাকার কাশেম গাজীর ছেলে ব্যবসায়ী আব্দুস সামাদ গাজীর পক্ষে ছিলেন আইনজীবী উজ্জ্বল হোসেন। সিআইডির পরিদর্শকের পক্ষে ছিলেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।
×