ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ আদেশ

দুর্নীতি মামলায় খালেদার বিচারক বদল চেয়ে আবেদনের শুনানি শেষ

প্রকাশিত: ০৫:৩৬, ৬ নভেম্বর ২০১৭

দুর্নীতি মামলায় খালেদার বিচারক বদল  চেয়ে আবেদনের  শুনানি শেষ

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত (বিচারক) পরিবর্তন চেয়ে বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেয়ার জন্য আজ সোমবার দিন নির্ধারণ করেছেন আপীল বিভাগ। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীকে জেরা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আইনজীবীদের করা লিভ টু আপীল রবিবার দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আজ সোমবার আবারও দিন ঠিক করেছেন আদালত। এদিকে গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। রবিবার আপীল বিভাগ ও ঢাকার বিশেষ জজ আদালত- ৩ এসব আদেশ প্রদান করেছেন। দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত (বিচারক) পরিবর্তন চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর আদেশ দেয়া হবে আজ। খালেদার করা আপীলের ওপর দুদক ও আসামি উভয়পক্ষের শুনানি শেষে রবিবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। খালেদার আপীলের পরবর্তী শুনানি আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীকে জেরা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আইনজীবীদের করা লিভ টু আপীল রবিবার দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আজ সোমবার আবারও দিন ঠিক করেছেন আাদালত। রবিবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের আপীল বিভাগের বেঞ্চে এ আদেশ দেন। গ্যাটকো মামলার অভিযোগ গঠন ১৭ ডিসেম্বর ॥ গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। রবিবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া, জিয়াউদ্দিন জিয়া ও আব্দুল হান্নান ভূঁইয়া শুনানি পেছানোর আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলদার আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
×