ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টানা দুই ম্যাচে জিতল সিলেট, প্রথম জয় ঢাকার

প্রকাশিত: ০৫:৩৫, ৬ নভেম্বর ২০১৭

টানা দুই ম্যাচে জিতল সিলেট, প্রথম জয় ঢাকার

মিথুন আশরাফ ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসরে টানা দুই ম্যাচে জিতেছে সিলেট সিক্সার্স। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস প্রথম জয় পেয়েছে। রবিবার খুলনা টাইটান্সকে ৬৫ রানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে ঢাকা। শনিবার ঢাকাকে ৯ উইকেটে হারানোর পর রবিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৪ উইকেটে হারিয়েছে সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে বিপিএলের এবারের আসরের প্রথম পর্ব। ঢাকা প্রথম ম্যাচটিতে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে দলটি খুলনা টাইটান্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে। আগে ব্যাট করার সুযোগটি ভালভাবেই কাজে লাগায়। ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস (৬৬) ও দক্ষিণ আফ্রিকার ক্যামেরুন ডেলপোর্টের (৬৪) হাফ সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ২০২ রান করে। আবু জায়েদ রাহি ২ উইকেট নেন। জবাব দিতে নেমে ১৮.১ ওভারে ১৩৭ রান করতেই অলআউট হয় খুলনা। দলের হয়ে আরচার ৩৬ রান করেন। আবু হায়দার রনি ৩ উইকেট নেন। এর আগে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগে ব্যাট করার সুযোগ পেয়ে মারলন স্যামুয়েলসের ৬০ রানে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৫ রান করতে পারে। জবাব দিতে নেমে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় ম্যাচে। উত্তেজনা শেষে সিলেট সিক্সার্সই জিতে। ১ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে জেতে সিলেট সিক্সার্স। উপুল থারাঙ্গা ৫১ রান করেন। টানা দুই ম্যাচ যেমন জিতে সিলেট সিক্সার্স, ঠিক তেমনি থারাঙ্গাও টানা দুই ম্যাচে ম্যাচ সেরা হন। শেষ ওভারে জিততে ১০ রান দরকার ছিল। নুরুল হাসান সোহানের দুর্দান্ত ব্যাটিংয়ে, ‘ছক্কা-চারে’ শেষ পর্যন্ত সিলেটই জয় নিয়ে মাঠ ছাড়ে। স্কোর ॥ ঢাকা-খুলনা ম্যাচ ঢাকা ডাইনামাইটস ইনিংস ২০২/৭; ২০ ওভার (লুইস ৬৬, ডেলপোর্ট ৬৪; রাহি ২/২৯)। খুলনা টাইটান্স ইনিংস ১৩৭/১০; ১৮.১ (আরচার ৩৬, ওয়ালটন ৩০; রনি ৩/১৩, সাকিব ২/২৫)। ফল ॥ ঢাকা ডাইনামাইটস। ম্যাচ সেরা ॥ ক্যামেরুন ডেলপোট (ঢাকা ডাইনামাইটস)। পয়েন্ট তালিকা দল ম্যাচ জয় হার পয়েন্ট রানরেট সিলেট সিক্সার্স ২ ২ ০ ৪ ০.৭৪৮ রংপুর রাইডার্স ১ ১ ০ ২ ০.৫৩০ ঢাকা ডায়নামাইটস ২ ১ ১ ২ ১.০১১ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১ ০ ১ ০ -০.২১২ রাজশাহী কিংস ১ ০ ১ ০ -০.৫৩০ খুলনা টাইটান্স ১ ০ ১ ০ ৩.২৫০
×