ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২১ ডিসেম্বর

প্রকাশিত: ০৫:৩৩, ৬ নভেম্বর ২০১৭

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২১ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। রবিবার নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুসারে ২১ ডিসেম্বর নির্বাচন হবে। ঘোষিত তফসিল অনুসারে রংপুর সিটি কর্পোরেশনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীরা ২২ নবেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ২৫ ও ২৬ নবেম্বর যাচাই-বাছাই ও আপীল দায়ের। আপীল নিষ্পত্তি ৩০ নবেম্বর থেকে ২ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৩ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২১ ডিসেম্বর। এ নির্বাচন আয়োজনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার। সঙ্গে থাকছেন ১১ সহকারী রিটার্নিং কর্মকর্তা। তফসিল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান প্রমুখ। উল্লেখ্য, ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। আইন অনুসারে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমানে রংপুর সিটি কর্পোরেশনে ভোটার রয়েছে তিন লাখ ৮৮ হাজার ৪২১। এর মধ্যে পুরুষ এক লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী এক লাখ ৯১ হাজার ৭৬২। পাঁচ বছর আগে ভোটার ছিল তিন লাখ ৫৭ হাজার ৭৪২।
×