ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৭ জেলেকে হস্তান্তর

প্রকাশিত: ০৫:৩২, ৬ নভেম্বর ২০১৭

১৭ জেলেকে হস্তান্তর

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ট্রলার নষ্ট হয়ে ভারতীয় জলসীমানায় আশ্রয় নেয়া ১৭ বাংলাদেশী জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। এ সময় নষ্ট ট্রলার এমবি জিন্দাপীরও হস্তান্তর করা হয়। রবিবার দুপুরে শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্তের কালিন্দি নদীপথে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের নামখানা থানা পুলিশ। ফিরে আসা জেলেদের বাড়ি বাগেরহাট ও কক্সবাজার জেলায়। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত ২৭ সেপ্টেম্বর মাছ ধরার সময় ১৭ জেলেকে বহনকারী ট্রলার এমবি জিন্দাপীর বিকল হয়ে পড়ে। এরপর তারা ভারতীয় জেলে ও নামখানা থানার সহায়তায় ভারতীয় সীমান্তে আশ্রয় নেয়। রবিবার তাদের শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আয়করবিষয়ক সেমিনার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন বলেছেন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে আমাদের প্রত্যেককে কর প্রদান করতে হবে। রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত শিক্ষকগণের আয়কর বিবরণী সহজ করার লক্ষ্যে ‘আয়কর বিবরণী ও কর নির্ধারণ’ শীর্ষক সেমিনারে উপাচার্য কথাগুলো বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চবি উপউপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব। চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিহির কুমার রায়ের সভাপতিত্ব করেন।
×