ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো-খবর

প্রকাশিত: ০৫:৩২, ৬ নভেম্বর ২০১৭

টুকরো-খবর

মোবাইলে চার্জ দিতে গিয়ে কিশোরের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৫ নবেম্বর ॥ সিংড়ায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রিপন সিং(১৪) নামে এক আদিবাসী কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন একই এলাকার প্রদীপ সিংয়ের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামে রিপন পাশের একটি নির্মাণাধীন বাড়িতে মোবাইল চার্জ দিতে যায়। এ সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শাহজাদপুরে আনন্দ র‌্যালি নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৫ নবেম্বর ॥ যুগ্ম জেলা ও সহকারী দায়রা জজ আদালত স্থাপন করায় শাহজাদপুরে আনন্দ র‌্যালি হয়েছে। উপজেলা আইনজীবী সমিতির উদ্যোগে রবিবার সকাল ১০টায় শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণ থেকে আনন্দ র‌্যালি নিয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে শাহজাদপুর উপজেলা ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য, সাংবাদিক, বিভিন্ন সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী সহকারী সমিতির সদস্যবৃন্দসহ দলমত নির্বিশেষে শত শত মানুষ অংশ নেন। এর আগে আদালত প্রাঙ্গণে আনন্দ র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক ও সিনিয়র সহকারী জজ তোফাজ্জল হোসেন মৃধা। র‌্যালি পূর্ব এক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি রেজাউল করিম রাখাল, উপজেলা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হামিদ লাভলু, আব্দুল হাই, মতিয়ার রহমান, আবুল কাশেম প্রমুখ। জুটমিলের গোডাউনে আগুন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রূপসা উপজেলার বেসরকারী গ্লোরি জুটমিলের গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর সোয়া একটার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্লোরি জুটমিলের জেনারেল ম্যানেজার আবদুল মান্নান জানান, ওই গোডাউনে প্রায় ১৫ হাজার মণ কাঁচাপাট ছিল। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ কোটি টাকা। আগুন এবং পানিতে ওই পাট নষ্ট হয়ে গেছে। তিন মাদ্রাসা শিক্ষকের দন্ড স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চলতি জেডিসি পরীক্ষার ৪র্থ দিনে রবিবার মোরেলগঞ্জ উপজেলা সদরের রওশন আরা মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে তিন মাদ্রাসা শিক্ষককে অর্থ দন্ড ও তাদের কেন্দ্র থেকে বহিষ্কার করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত এই শিক্ষকরা হচ্ছেন, মানিক মিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ খায়রুল বাসার। দারুল কোরআর সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ ও কাঠালতলা গিয়াসিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোশারেফ হোসেন। এই তিনজনকে যথাক্রমে ১০ হাজার ও ৩ হাজার টাকা করে জরিমানা ও কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। নাটককারী শ্বশুর উদ্ধার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে অপহরণের মামলায় জামাতাকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছে শ্বশুর। অপহরণের ঘটনা সাজিয়ে আত্নগোপনে থাকার ২২ দিন পর রবিবার দুপুরে ওই ব্যক্তিকে (শ্বশুর) পুলিশ নীলফামারী থেকে উদ্ধার করেছে। উদ্ধারকৃত ব্যক্তির নাম মোক্তার হোসেন। সে টাঙ্গাইলের গোপালপুর থানার শাখারিয়া বটতলা এলাকার লালমিয়ার ছেলে। গত ১২ অক্টোবর পারিবারিক কলহের জের ধরে জামাই-শ্বশুরের মাঝে কথা কাটাকাটি হয়। ওই দিন বিকেলে বাড়ি থেকে বের হয়ে মোক্তার হোসেন রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় মোক্তার হোসেনের স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় ১৪ অক্টোবর রাতে তার একমাত্র মেয়ের জামাতা আব্দুল মান্নান মিয়াসহ ৮ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। বিএনপির ১০ নেতাকর্মী আটক স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ নাশকতার অভিযোগে খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতিসহ দলের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে কয়রা উপজেলার চৌকুনি গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বাড়িতে একটি দাওয়াতে অংশ নিয়েছিলেন আটককৃতরা। গ্রেফতারকৃতরা হলেন, কয়রা উপজেলা বিএনপি সভাপতি এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, পাইকগাছা উপজেলা বিএনপির নেতা ডাঃ আব্দুল মজিদ গাজী, পাইকগাছা পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট আব্দুস সাত্তার, বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালের ভাই শেখ জাহিদুল বারী রনি, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, কাজী হাবিবুর রহমান রিটু, বিকাশ মিত্র, ইস্্র্রাফিল হোসেন, তাজউদ্দিন আহমেদ ও আরিফ শেখ।
×