ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে ধর্ষণ, হত্যা মামলায় মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৫:২৮, ৬ নভেম্বর ২০১৭

ময়মনসিংহে ধর্ষণ, হত্যা মামলায় মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ ॥ জেলা সদরের চর ঈশ্বরদিয়া বেড়িবাঁধ এলাকায় ভাতিজী সুমাইয়া আক্তারকে ধর্ষণ করে হত্যা মামলায় সাইফুল ইসলামকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন এই আদেশ দেন। আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৩ জানুয়ারি চর ঈশ্বরদিয়া বেড়িবাঁধ এলাকায় সৎ ভাই সিরাজ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে আব্দুল আজিজের ছেলে সাইফুল ইসলাম। স্বাক্ষ্য-প্রমাণ শেষে আসামি সাইফুল ইসলামকে মৃত্যুদময়মনসিংহে ধর্ষণ, হত্যা মামলায় মৃত্যুদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ডের আদেশ দেয় আদালত। চাঁদপুরে জামাতা নিজস্ব সংবাদদাতা চাঁদপুর থেকে জানান, কচুয়া উপজেলার পাড়াগাঁও গ্রামে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহের কাবিননামা করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শাশুড়ি খোদেজা বেগম (৪৮) কে হত্যা করার অপরাধে মেয়ের জামাতা এনায়েতুল ইসলাম সোহাগকে (৩২) মৃত্যুদন্ড এবং ২ হাজার টাকা জরিমানা করেছে আদালত। রবিবার বিকেল সাড়ে ৩টায় জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এই রায় দেন। মৃত্যুদ-প্রাপ্ত এনায়েত উল্যাহ বরগুনা জেলার পাথরঘাটা থানার নাছনা গ্রামের খানবাড়ির মৃত আলী আজম খানের ছেলে। হত্যার শিকার খোদেজা বেগম কচুয়া উপজেলার ১০নম্বর গোহট উত্তর ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের জয়নাব আবেদীনের স্ত্রী। জানা গেছে, ২০১৫ সালে ১৬ এপ্রিল রাত ৮ টায় খোদেজা বেগমের মেয়ে শারমিন আক্তার ও তার স্বামী এনায়েত উল্যাহর সঙ্গে বিয়ের কাবিননামা করাকে কেন্দ্র করে ঝগড়াবিবাদ শুরু হয়। এ সময় এনায়েত ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে শারমিনকে আঘাত করে। এ অবস্থায় শারমিনের মা খোদেজা বেগম মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তাকে কুপিয়ে হত্যা করে।
×