ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মামলার ৫০ বছর পর আদালতের আদেশ বাস্তবায়ন

প্রকাশিত: ০৫:২৭, ৬ নভেম্বর ২০১৭

মামলার ৫০ বছর পর আদালতের আদেশ বাস্তবায়ন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ মামলার ৫০ বছর পর আদালত দখলজারির কার্যক্রম বাস্তবায়ন হয়েছে। রবিবার আদালতের আদেশে দখলী কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা আলিয়া মাদ্রাসার নিকটবর্তী মৌজা মেরুরা সিএস খতিয়ান ৯৯০/ আরএস খতিয়ান ১২২৪ নিয়ে মামলা হয় ১৯৬৭ সালে। প্রয়াত আব্দুল মান্নান এর পক্ষে ১৯৬৭ সালে কুমিল্লা আদালতে মামলাটি দায়ের করেন ভাষা সৈনিক শহীদ এ্যাডভোকেট ধীরেন্দ্র নাথ দত্ত। আব্দুল মান্নানের মৃত্যুর পর তার স্ত্রী মরিয়ম বিবি মামলাটি পরিচালনা করতে থাকেন। এরপর তার মৃত্যুর পর তার অংশীদারগণ মামলা পরিচালনা করেন। ১৯৮৪ সালের সুপ্রীমকোর্টের আপীল বিভাগ থেকে মরিয়ম বিবির পক্ষে মামলার রায় হয়। এরপর ব্রাহ্মণবাড়িয়া যুগ্ম জেলা জজ ২য় আদালতে মামলাটি প্রেরণ করা হয়। আদালত বিভিন্ন দিক বিবেচনা করে প্রয়াত মরিয়ম বিবির ওয়ারিশদার সাবেক এমপি আছিয়া রহমান ও তার ওয়ারিশদের পক্ষে গত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন। সে সঙ্গে উভয় পক্ষের কৌঁসুলিদের বক্তব্য শুনে স্বীকৃতমতে দখলি কার্যক্রম পুনরায় চালুর ক্ষেত্রে কোন আইনগত বাধা নেই এবং কোন আদালতের কোনরূপ স্থগিতাদেশ নেই। সুতরাং ইতোপূর্বে নিয়োগকৃত এ্যাডভোকেট কমিশনার মিজানুর রহমান মোল্লার বরাবরে পুনরায় রিট ইস্যু করা হোক। ডিগ্রীদাতার পক্ষে প্রার্থনা মঞ্জুরক্রমে রবিবার পূর্বাহ্ণে নাজিরযোগে দখল জারির নিমিত্তে দখলী পরোয়ানা ইস্যুর আদেশ দেয়। আদালতের নাজির দখলী পরোয়ানা অনুযায়ী দখল জারির কার্যক্রম সম্পন্ন করার আদেশ দেন। সকালে অর্ধশত পুলিশ সদস্য ও আদালতের নাজিরের উপস্থিতিতে দখল বুঝিয়ে দেয়া হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×