ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রকাশিত: ০৫:২৫, ৬ নভেম্বর ২০১৭

সড়ক দুর্ঘটনায় নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় পাবনায় চালকসহ ২, হবিগঞ্জে শিক্ষার্থী, সাভারে ২ যাত্রী ও গোপালগঞ্জে যুবক নিহত হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতাদের পাঠানো পাবনা ॥ পাবনা-রাজশাহী মহাসড়কে মজিদপুরে যাত্রীবাহী বাস, গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। রবিবার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নছিমন চালক রোকন আলী ও যাত্রী স¤্রাট হোসেন নিহত হয়েছেন। জানা গেছে, রবিবার রাজশাহী থেকে যাত্রীবাহী একটি বাস পাবনায় আসছিল। বেলা ১২ টার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কের পাবনা সদর উপজেলার মজিদপুর নামক স্থানে দ্রুতগতির বাসটি ওভারটেক করতে গিয়ে সামনে থাকা নছিমনকে ধাক্কা দেয়। এতে নছিমনটি রাস্তার পাশে উল্টে গিয়ে সামনে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। হবিগঞ্জ ॥ রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি দ্রুতগামী ট্রাক চাপায় তানজিম আহমদ দিনার (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুলছাত্র জেলার বাহুবলস্থ মিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ২ টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রাক ওই স্থানে পৌঁছামাত্র অপর একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দিনারকে তেলবাহী ট্রাক চাপা দেয়। সাভার ॥ সাভারে বালুবোঝাই ট্রাক চাপায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। রবিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন ‘পাকিজা টেক্সটাইল এ্যান্ড ডায়িং’ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো রিক্সাযাত্রী মাসুম হোসেন (৩০) ও ট্রাকের হেলপার সোনা মিয়া (৪৫)। মাসুম সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার বাসিন্দা শামসুল হকের ছেলে। জানা গেছে, এদিন ভোরে ঢাকাগামী বালুবোঝাই একটি ট্রাক মহাসড়কের ‘পাকিজা’ এলাকায় একটি লেগুনাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় ওই ট্রাকের নিচে চাপা পড়ে রিক্সাযাত্রী মাসুম ও ট্রাকের হেলপার নিহত হয়। গোপালগঞ্জ ॥ সড়ক দুর্ঘটনায় রুবায়েত ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের কংশুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবায়েত শহরের মিয়াপাড়ার ছেলে। পুলিশ জানিয়েছে, ওইদিন সন্ধ্যায় রুবায়েত ও তার ৪ বন্ধু তিনটি মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে সাতপাড় এলাকা থেকে শহরে ফেরার পথে রুবায়েত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×