ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সবচেয়ে ছোট হোটেল

প্রকাশিত: ০৫:২৩, ৬ নভেম্বর ২০১৭

সবচেয়ে ছোট হোটেল

গোটা বিশ্বের নানান জায়গায় পর্যটকদের চাহিদা মেটাতে আছে অসংখ্য বিলাসবহুল হোটেল। এর কোনটা ছোট আবার কোনটা বিশালাকৃতির। তবে মরুভূমির দেশ জর্দানে একটি ছোট্ট গাড়ির মধ্যে হোটেল তৈরি করে রীতিমতো আলোচনায় চলে এসেছেন মহম্মদ আল মালাহেম। ৬৪ বছর বয়সী এই ব্যক্তি আল জায়া নামক একটি গ্রামে মরুভূমির মধ্যে পুরনো আর প্রায় বাতিল হয়ে যাওয়া একটি ভক্সওয়াগন গাড়িতে হোটেল তৈরি করেছেন পর্যটকদের জন্য। সবার কাছে আবু আলী নামে পরিচিত হোটেলটির মালিক বলেন, এই গ্রামেই আমি জন্মেছি। এখানেই বড় হয়েছি। তাই এখানে এমন কিছু করতে চেয়েছি যা পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। আর গ্রামের অবস্থাও পরিবর্তিত হবে। কারণ এখানকার অনেকেই এখন কাজের সন্ধানে শহরমুখী হয়ে পড়েছে। আলীর দাবি, তিনি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম হোটেল তৈরি করেছেন। তবে জিনিয়াস ওয়ার্ল্ড রেকর্ডের গবেষণা অনুযায়ী বিশ্বের ক্ষুদ্রতম হোটেল রয়েছে জার্মানিতে। আবু আলীর বাড়ি আল জাভা নামের একটি গ্রামে। সেখানে ১২ শতকের একটি প্রাচীন ঐতিহাসিক দুর্গ রয়েছে। এটি দেখতে ওই এলাকায় অনেক বিদেশী পর্যটক আসে। ২০১১ সালে গ্রামের রাস্তার পাশে পুরনো গাড়িটি রেখে হোটেল বানিয়েছেন আবু আলী। পর্যটকদের জন্য গাড়ি হোটেলের সামনেই অপেক্ষা করতে দেখা যায় হোটেলের মালিককে। গাড়ি হোটেলটি সাজাতে আবু আলীর মেয়ে আর স্ত্রী তাকে সহযোগিতা করেছেন। হাতের কাজ করা বিছানার চাদর, বালিশ আর কিছু প্রয়োজনীয় আসবাব দিয়ে সাজানো হয়েছে হোটেলটি। হোটেল মালিক জানান, হোটেল দেখে অনেক পর্যটক কৌতূহল থেকেই এখানে রাত কাটিয়ে যান। এখানে পর্যটকদের জন্য জর্দানের স্থানীয় বেদুইনদের ঐতিহ্যপূর্ণ খাবারের ব্যবস্থাও আছে। আবু আলীর দাবি, তার হোটেলে ঘুমিয়ে পর্যটকরা পাঁচতারা হোটেলের স্বাদ পাবেন। তবে এই ক্ষুদ্র হোটেলে দুজন অতিথির বেশি থাকা যায় না। এক রাতের জন্য এখানে খরচ পড়ে ৫৬ মার্কিন ডলার। আবু আলী হোটেলটি আরও বড় করার চিন্তা করছেন। এজন্য তিনি একটি মাইক্রোবাসে হোটেল করার কথাও ভাবছেন। ওয়েবসাইট অবলম্বনে।
×