ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেয়েকে নিয়ে দিশাহারা বাবা-মা সবার সহায়তা চাইছেন

মুক্তামণির মতো বিরল রোগে আক্রান্ত রাজশাহীর স্বর্ণালী

প্রকাশিত: ০৫:২০, ৬ নভেম্বর ২০১৭

মুক্তামণির মতো বিরল রোগে আক্রান্ত রাজশাহীর স্বর্ণালী

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ ‘মুক্তামণি’র মতো বিরল রোগে আক্রান্ত আরেক শিশুর সন্ধান পাওয়া গেছে। রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের টেগাটাপাড়া গ্রামের স্বর্ণালীর ডান হাতে মুক্তামণির মতো রোগ দেখা দিয়েছে। জন্মের সময় ছোট কালো দাগ থেকে এখন পুরো হাতেই ছড়িয়ে পড়েছে রোগ। এ নিয়ে মানসিকভাবে চরম দিশেহারা হয়ে পড়েছেন স্বর্ণালীর বাবা-মা। স্বর্ণালীর বয়স এখন ১২ বছর। স্থানীয় নোনামাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সে। তার বাবা আবদুল মান্নান দুর্গাপুরের দাওকান্দি কলেজের পিওন ও মা রুমা বেগম গৃহিনী। তাদের ঘরে দ্বাদশ শ্রেণী পড়ুয়া এক ছেলে সন্তানও রয়েছে। স্বর্ণালীর ডান হাতে জন্মের পর থেকে কালো দাগ থেকে এ রোগের উৎপত্তি। বিরল এ রোগের কোন চিকিৎসা নেই ভেবে এতদিন ডাক্তার দেখাননি বাবা-মা। তবে পত্রপত্রিকায় মুক্তামণির রোগ ও চিকিৎসা নিয়ে খবর প্রকাশের পর তা দেখে মনে সাহস জেগেছে তাদের। এ রোগ ভালো হয়ে যেতে পারে এ আশায় তারা ছোটেন চিকিৎসকের কাছে। তবে অপারেশন বাবদ যে টাকার হিসেব দেয়া হয়েছে তাতে কোনক্রমেই সম্ভব নয়, ভেবে আবার পিছু হটেন বাবা-মা। চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে স্বর্ণালীর মা রুমা বেগম ও বাবা আব্দুল মান্নান জানান, মুক্তামণির হাতে যে বিরল রোগ, তার মেয়ের হাতেও একই রোগ বাসা বেঁধেছে। ক্রমেই হাত মোটা ও ভারি হয়ে যাচ্ছে। হাতে ছোট ছোট গুটি ও মাংসপি-র মতো বেড়ে উঠছে ক্রমেই। ডান হাতের পুরোটায় এখন তা ছড়িয়ে পড়েছে। নিচের অংশ ঝুলছে চামড়া। মাঝে মাঝে পেকে পুঁজ বের হয়। তখন ব্যাথায় কাতর হয়ে উঠে স্বর্ণালী। স্বর্ণালীর মা রুমা জানান, মেয়ের বয়স যখন চার বছর ছিল-তখন রাজশাহী মেডিক্যাল কলেজের চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ মোয়াজ্জেম হোসেনকে দেখানো হয়েছিল। সে সময় চিকিৎসক একটি মলম দিয়েছিলেন। সেটি লাগানো হলেও রোগ কমার কোন লক্ষণ তারা খুঁজে পাননি। বরং ক্রমেই বাড়তে থাকে। এরপর অজ্ঞাত ও বিরল রোগ জেনে তারা আস্থা হারিয়ে ফেলেন। আর চিকিৎসক দেখাননি। এরপর পত্রিকা ও টেলিভিশনে মুক্তামণির খবরের পর তারা মিলিয়ে দেখেন মুক্তামণির মতোই স্বর্ণালীর হাতে রোগ বাসা বেঁধেছে। এরপর আবার আশা নিয়ে ছুটে যান আরেক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। এবার তারা রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক আফরোজা নাজনীনকে দেখান। তিনিও স্বর্ণালীর হাত দেখে বিরল রোগ হিসেবে আখ্যা দিয়েছেন। অবশ্য এ ডাক্তার পরামর্শ দিয়েছেন পরীক্ষা নিরীক্ষার পর অপারেশনের। তবে চিকিৎসাবাবদ বাজেট দেন তাতে পরাস্ত হয়েছেন বাবা-মা। এখন মেয়েকে নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। ভাল চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সামর্থ্যও নেই তাদের। স্বর্ণালীর মা রুমা বেগম জানান, মেয়ে যত বড় হচ্ছে তত বাড়ছে রোগের বিস্তার। এ নিয়ে তারা চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, মুক্তামণির চিকিৎসা যেভাবে হয়েছে, তার মেয়ে স্বর্ণালীর চিকিৎসাও সেভাবে হবে। প্রয়োজন শুধু সহায়তার। এজন্য তিনি সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান। স্বর্ণালী জানায়, স্কুলে গেলে তারপাশে অন্যরা বসতে চায় না। তাকে দেখে সহপাঠীরা হাসাহাসি করে। এ জন্য প্রায় তার স্কুলে যাওয়া হয় না। শিক্ষকরা তাকে ভালবাসলেও ক্লাসে তার ভাল লাগে না নিজের অসুস্থ হাতের জন্য। তবে লেখা-পড়া করার ইচ্ছে তার। স্বর্ণালীর বাবা আব্দুল মান্নান জানান, মেয়ের হাতের রোগ নিয়ে তারা চরম বিপাকে রয়েছেন। তিনি নিজে কলেজের পিওন পদে চাকরি করেন। এ থেকে সংসার চালানোর পাশাপাশি এক ছেলের পড়ালেখার খরচ যোগান দিতেই হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় মেয়ের চিকিৎসার খরচ যোগানো কোনক্রমেই তার পক্ষে সম্ভব নয়। এ জন্য তার মেয়ের চিকিৎসার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন তিনি।
×