ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংবিধান দিবসে সাউথইস্ট ভার্সিটিতে সেমিনার

প্রকাশিত: ০৪:৩৪, ৬ নভেম্বর ২০১৭

সংবিধান দিবসে সাউথইস্ট ভার্সিটিতে সেমিনার

সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় আইন ও বিচার বিভাগের উদ্যোগে (রোল অব লইয়ার ইন দ্য এ্যাডমিনিস্ট্রেশন অব জাস্টিস) শীর্ষক সেমিনার শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্ট’র সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান কাজী মোঃ নাজিবুল্লাহ হিরো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা, প্রাক্তন ও বর্তমান ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি রাবিপ্রবিকে ৬৪ একর জমি হস্তান্তর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাসের জন্য জেলা প্রশাসক শনিবার আনুষ্ঠানিকভাবে ৬৪ একর ভূমিস্বত্ব ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের কাছে হস্তান্তর করে। পরে ইউজিসি চেয়ারম্যান মালিকানা দলিলটি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমার কাছে হস্তান্তর করেন। দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। প্রফেসর ড. মানিক লাল চাকমা, সাবেক ডিন, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়, তরুণ কান্তি ঘোষ (অতিরিক্ত সচিব), ভাইস-প্রেসিডেন্ট, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×