ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুর্নীতি প্রতিরোধে ৮ দফা সুপারিশ টিআইবির

প্রকাশিত: ০৪:৩৪, ৬ নভেম্বর ২০১৭

দুর্নীতি প্রতিরোধে ৮ দফা সুপারিশ টিআইবির

স্টাফ রিপোর্টার ॥ সেবাখাতে দুর্নীতি প্র্রতিরোধে গণশুনানিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার পাশাপাশি এর কার্যকারিতা বৃদ্ধিতে নিয়মিত ফলোআপসহ আট দফা সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রবিবার সকালে টিআইব’র ধানমন্ডিস্থ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সুপারিশ করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সংবাদ সম্মেলনে ‘দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালিত গণশুনানি : কার্যকারিতা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। ২০১৬ সালের ডিসেম্বরে শুরু হওয়া এই গবেষণা কার্যক্রমে দুদক পরিচালিত ডিসেম্বর ২০১৪ থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত সময়কালে আয়োজিত মোট ১৩টি গণশুনানির তথ্য ব্যবহৃত হয়েছে।
×