ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জনমত জরিপ ট্রাম্প জনগণের ন্যূনতম আশা-আকাক্সক্ষা পূরণে ব্যর্থ

প্রকাশিত: ০৩:৪৬, ৬ নভেম্বর ২০১৭

জনমত জরিপ ট্রাম্প জনগণের ন্যূনতম আশা-আকাক্সক্ষা পূরণে ব্যর্থ

মার্কিন জনগোষ্ঠীর অধিকাংশই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয় মাস মেয়াদী শাসনকাল সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করার সময় বিরূপ মনোভাবের প্রকাশ ঘটিয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের সময় তার কাছে ন্যূনতম দায়িত্ব পালনের যে আশা জনগণ করেছিল তাতে আশাহত হয়ে অনেকে খুব কড়া মনোভাবের বহির্প্রকাশ ঘটিয়েছে। খবর ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের বিপক্ষে বিজয় লাভের বর্ষপূর্তি উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে দেখা যায় ট্রাম্প বিগত সাত দশকে হোয়াইট হাউসে কর্মরত রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীদের অনেক পেছনে পড়ে আছেন। জনমত জরিপে তার এই নিম্ন অবস্থানের সঙ্গে জাপানে আণবিক বোমা ফেলার হুকুমদাতা হ্যারি এস ট্রুম্যান ও মনিকা কেলেঙ্কারির সঙ্গে জড়িত বিল ক্লিনটনের জনমতের প্রতিফলন তুলনা করা যেতে পারে। ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ পরিচালিত চার দিনব্যাপী (২৯/১০১/১১/১৭) এই জরিপে ১০০৫ জনের মতামত গ্রহণ করা হয়। তারা মোবাইল ও ল্যান্ড ফোনে তাদের মতামত জানায়। এ সময় অভ্যন্তরীণ ক্ষেত্রে ট্রাম্পের স্বাস্থ্যনীতি, ওবামা কেয়ার বাতিল প্রচেষ্টা, বর্ণবাদী ও নব্য নাৎসিদের প্রতি পক্ষপাতিত্ব, রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনীতি, রিপাবলিকান সিনেটরদের মধ্যে বিভেদ, নির্বাচনে রুশ হস্তক্ষেপ ও উত্তর কোরিয়া প্রসঙ্গ সামনে চলে আসে। এতে স্বঘোষিত রিপাবলিকান এবং রিপাবলিকান দলের প্রতি সহানুভূতি সম্পন্ন নিরপেক্ষ মানুষের মতামত নেয়া হয়।
×