ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অনৈতিক আচরণের দায় নিয়ে স্কটিশ মন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: ০৩:৪৫, ৬ নভেম্বর ২০১৭

অনৈতিক আচরণের দায় নিয়ে স্কটিশ মন্ত্রীর পদত্যাগ

অনৈতিক আচরণের দায় নিয়ে স্কটল্যান্ডের একজন জুনিয়র মন্ত্রী পদত্যাগ করেছেন। ব্রিটিশ রাজনীতিকদের যৌন কেলেঙ্কারির বিভিন্ন ঘটনা প্রকাশের পর স্কটল্যান্ডের ওই মন্ত্রী পদত্যাগ করলেন। এ থেকে ধারণা পাওয়া যায় বিষয়টি এখন ইংল্যান্ড ছাড়িয়ে স্কটল্যান্ডেও বিস্তার লাভ করেছে। এএফপি। শিশুকল্যাণমন্ত্রী মার্ক ম্যাকডোনাল্ড পদত্যাগ করে পদত্যাগ পত্রে তার আচরণে কেউ দুঃখ পেয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার কোন অযথাযথ ব্যবহারে কেউ দুঃখ পেয়ে থাকলে আমি নিঃশর্তভাবে সবার কাছে ক্ষমা চাইছি। আমার অতীত কিছু কাজ কারও কারও কাছে অযথাযথ হয়ে থাকতে পারে। তবে আমি বলতে পারি, বন্ধু হিসেবে আমি হয়তো কারও সঙ্গে কৌতুক করেছি। সেটি সবাই ভাল চোখে নাও দেখে থাকতে পারেন। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন শনিবার ম্যাকডোনাল্ডের পদত্যাগ গ্রহণ করেছেন বলে সরকারের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন। মন্ত্রীর পদ ছেড়ে দিলেও স্টার্জেনের নেতৃত্বাধীন স্কটিশ ন্যাশনাল পার্টির একজন এমপি থাকছেন ম্যাকডোনাল্ড। তিনি স্কটল্যান্ডের আবেরডিন এলাকা থেকে নির্বাচিত এমপি। হলিউড ধনকুবের হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে একাধিক নারী যৌন হয়রানির অভিযোগ করার পর ব্রিটেনের অনেক রাজনীতিকের বিরুদ্ধে এ রকম অভিযোগ ওঠে।
×