ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়াশিংটনকে খাটো করে দেখবেন না ॥ পিয়ংইয়ংকে ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্ক ॥ আঞ্চলিক স্থিতির ভিত্তি

প্রকাশিত: ০৩:৪৫, ৬ নভেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্ক ॥ আঞ্চলিক স্থিতির ভিত্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার দীর্ঘ এশিয়া সফরের প্রথম পর্যায়ে জাপানে পৌঁছেন। জাপানের সঙ্গে তার আলোচনায় বাণিজ্য প্রাধান্য পাবে। জাপানে পৌঁছেই তিনি উত্তর কোরিয়ার শাসকদের হুঁশিয়ারি দিয়েছেন। এ সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমি পুতিনের সঙ্গেও সাক্ষাত করবেন বলে জানা গেছে। এএফপি ও গার্ডিয়ান। এশিয়ায় দীর্ঘ সফরের প্রথম পর্যায়ে ট্রাম্প রবিবার জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন। ১২ দিনের এ সফরে তিনি এরপর চীন, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, ও ফিলিপিন্সে যাবেন। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচী নিয়ে উত্তেজনার মধ্যে ট্রাম্প এশিয়া সফর করছেন। টোকিওতে পৌঁছে ট্রাম্প বলেন, ‘আমেরিকাকে খাটো করে দেখা কোন একনায়কের উচিত হবে না।’ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নাম উল্লেখ না করে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, ‘কোন একনায়ক বা শাসক কারোই উচিত হবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা। টোকিওর ইয়াকোটা বিমান বন্দরে অবতরণের পরপরই উপস্থিত সেনা সদস্যদের সঙ্গে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘আপনারা হচ্ছেন নিরাপরাধ লোকজনের ওপর নিপীড়নকারী একনায়কদের জন্য সবচেয়ে বড় হুমকি। কর্তৃত্ববাদী শাসকদের এখন উচিত শান্তি ও সমৃদ্ধির পথে হাঁটা। কোন দেশেরই উচিত হবে না আমেরিকার ক্ষমতাকে খাটো করে দেখা। অতীতে যারাই আমেরিকাকে এভাবে দেখার চেষ্টা করেছে, তার পরিণতি তাদের জন্য সুখকর হয়নি। আমরা অবশ্যই আমাদের দেশ, জনগণ এবং আমাদের পতাকার মান রক্ষা করব।’ জাপানে অবস্থানরত মার্কিন সৈন্যদের তাদের সেবাদানের প্রশংসা করেন ট্রাম্প। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে আলাপকালেও ট্রাম্প পরোক্ষভাবে কিম উনের সমালোচনা করেন। ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র সব সময়ই জিতেছে। স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে আমাদের এই অবস্থানের কথা বিশ্ববাসী জানে।’ উত্তর কোরিয়া সাম্প্রতিক মাসগুলোতে জাপানের ওপর দিয়ে দুটো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দেশটি প্রশান্ত মহাসাগরে হাইড্রোজেন বোমা পরীক্ষা করার ঘোষণা দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের মূল ভূখ-ে পরমাণু অস্ত্র দিয়ে আঘাত হানারও হুমকি দিয়ে রেখেছে। ট্রাম্প বলেছেন, জাপান-মার্কিন সম্পর্ক গত ছয় দশক ধরে আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তি হিসেবে কাজ করেছে। আকাশে, সমুদ্রে এবং স্থলপথে আমাদের প্রাধান্য প্রতিষ্ঠিত রয়েছে। তিনি জাপানে আরও সৈন্য ও প্রতিরক্ষা সরঞ্জামাদি পাঠানোর প্রতিশ্রুতি দেন। এমন সব সরঞ্জাম যা অন্যকোন দেশ এখনও তৈরি করতে পারেনি। বিমানবন্দরে সৈন্যদের উদ্দেশে বক্তৃতার পর ট্রাম্প হেলিকপ্টারে করে টোকিওর উত্তরাঞ্চলে অবস্থিত একটি গলফ ক্লাবে যান। সেখানে আবের সঙ্গে অনানুষ্ঠানিক মধ্যাহ্ন ভোজ সারেন। সোমবার ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প সম্রাট ও সম্রাজ্ঞীর সঙ্গে সাক্ষাত করবেন। এরপর আবের সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হবে। আবে ট্রাম্পের একজন দৃঢ় সমর্থক। তিনি আশা করছেন উত্তর কোরিয়ার আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে চলার মুখে ট্রাম্প জাপানের অবস্থান শক্তিশালী করবেন। ট্রাম্প আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি সফল নন। চীনের প্রেেিসডন্ট শি জিনপিংয়ের বাস্তববাদী নীতির কাছে তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনেকটা দুর্বল হয়ে পড়েছে। সেপ্টেম্বরে ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়া ও জাপান যুক্তরাষ্ট্রে উন্নতমানের সামরিক সরঞ্জামাদি কিনতে পারে। ১৯৯২ সালে সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের পর এটি এশিয়ায় কোন মার্কিন প্রেসিডেন্টের দীর্ঘতম সফর। সফরের প্রথম পর্যায়ে তিনি প্রতিবাদের মুখে না পড়লেও দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশে তিনি ততটা উষ্ণ সংবর্ধনা পাবেন না বলে ধারণা করা হচ্ছে। সফরের কোন এক পর্যায়ে তিনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাত করবেন বলে বিমানে থেকেই ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন।
×