ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে বীজ ও সার প্রদান

প্রকাশিত: ০৩:১৮, ৬ নভেম্বর ২০১৭

বিনামূল্যে বীজ ও সার প্রদান

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ নবেম্বর ॥ খরিপ-১ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রন্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আব্দুল মালেক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মুশতানজিদা পারভীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মধ্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মজিবর রহমান এবং তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বক্তব্য রাখেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৩ হাজার ৪শ’ ৫৮ কৃষকের মধ্যে সরিষা, ভুট্টা, মুগডাল, বিটি বেগুন, গম এবং বোরো আবাদের জন্য এসব উপকরণ বিতরণ করা হয়। ১০০ সাদাছড়ি বিতরণ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ১০০ দৃষ্টি প্রতিবন্ধীকে একটি করে সাদাছড়ি দিয়েছে জেলা পরিষদ। রবিবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের দফতরে এসব সাদাছড়ি বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে তিনি জাতীয় অন্ধ কল্যাণ সংস্থা জেলা শাখার সদস্য ১০০ দৃষ্টি প্রতিবন্ধীর হাতে সাদাছড়ি তুলে দেন। এ সময় তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের অংশ। তাই তাদের কল্যাণে সমাজের সব মানুষকেই এগিয়ে আসতে হবে। এমন চিন্তা থেকেই দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলে সুবিধার জন্য জেলা পরিষদ তাদের মাঝে সাদাছড়ি বিতরণ করছে।
×