ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উলিপুরে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৩:১৮, ৬ নভেম্বর ২০১৭

উলিপুরে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুরে প্রেমসংক্রান্ত ঘটনার জের ধরে দুগ্রুপের সংঘর্ষে আহত মিঠুন (১৮) রবিবার ভোরে মারা গেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে উলিপুর পৌরসভার রাজারামক্ষেত্রী গ্রামে শনিবার। জানা গেছে, ওই গ্রামের মদন চন্দ্রের নবম শ্রেণী পড়ুয়া মেয়ের সঙ্গে প্রতিবেশী খগেন চন্দ্রের ছেলে ভূষণ চন্দ্রের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকার জন্য মোবাইল ফোনসেট কিনে দেয়ার ঘটনা জানাজানি হলে দুই পরিবারের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। গত শনিবার বিকেলে এরই জের ধরে ভূষণের পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এ সময় উভয়পক্ষের সংঘর্ষে মৃত চেংটু দাসের ছেলে তুলসি দাস বর্মণ, তুলসি দাস বর্মণের ছেলে মিঠুন চন্দ্র, সুদর্শন চন্দ্রের স্ত্রী আরতি রানী, কমল চন্দ্রের ছেলে রণজিৎ কুমার, টগর রামের ছেলে পরিমল চন্দ্র, লক্ষ্মী নারায়ণের স্ত্রী নন্দ রানী ও খগেন চন্দ্রের স্ত্রী পূর্ণিমা রানী আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তুলসি দাস বর্মণ ও মিঠুন চন্দ্রের অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রবিবার ভোরে মিঠুন চন্দ্রের মৃত্যু হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের টগরুর ছেলে সুমন চন্দ্র ও দেবেন চন্দ্রের ছেলে পাগলা রবিকে আটক করে।
×