ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফুলছড়িতে অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেফতার

প্রকাশিত: ০৩:১৭, ৬ নভেম্বর ২০১৭

ফুলছড়িতে অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৫ নবেম্বর ॥ ফুলছড়ি উপজেলার ভাষারপাড়া গ্রাম থেকে শনিবার গভীর রাতে ১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সর্দার রেজাউল করিম ওরফে রেজাউলকে (৪৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। রেজাউল ওই উপজেলার ঘোলদহ গ্রামের মৃত রহিম উদ্দীনের ছেলে। শনিবার গভীর রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৩ ফুলছড়ি উপজেলার ভাষারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। হোমিও ডাক্তার ও কম্পাউন্ডারদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন শনিবার ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক মিশনে কর্মরত হোমিওপ্যাথি ডাক্তার ও হোমিও কম্পাউন্ডারদের তিন দিনব্যাপী পেশাগত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওয়ের সভাকক্ষে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক মিশনের পরিচালক ডাঃ এবিএম জাহাঙ্গীর আলম। এ সময় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক এবিএম শফিকুল ইসলাম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক একেএম মফিজুর রহমান, ইসলামিক মিশনের উপ-পরিচালক ডাঃ নাছিম উল গণি খান প্রমুখ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×