ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটিয়ায় ফিল্মি স্টাইলে বসতঘর উচ্ছেদ ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ০৩:১৬, ৬ নভেম্বর ২০১৭

পটিয়ায় ফিল্মি স্টাইলে বসতঘর উচ্ছেদ ॥ গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৫ নবেম্বর ॥ হাত-পা বেঁধে ফেলে রেখে ফিল্মি স্টাইলে পটিয়া পৌর সদরের বাহুলী এলাকায় নিরীহ এক ব্যক্তির বসতঘর ভেঙ্গে উচ্ছেদের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন গৃহিণী পারভীন আকতার ও কলেজ পড়ুয়া ছাত্রী তাহমিনা আকতার মুন্নি। সন্ত্রাসীরা কিরিচ, রামদা ও লাঠিসোটা নিয়ে রবিবার ভোরে এ উচ্ছেদের ঘটনা ঘটায়। পুলিশ আবুল বশরের স্ত্রী ছমুদা খাতুন ও জয়নাল আবেদীনের স্ত্রী আয়শা খাতুনকে গ্রেফতার করেছে। জানা গেছে, পৌর সদরের বাহুলী এলাকার আবুল কাশেমের সঙ্গে জয়নাল ও নাজিমের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্পর্কে তারা তিন ভাই। প্রায় ২৫ বছর ধরে আবুল কাশেমের পরিবার বেড়া ও টিনের ছাউনিযুক্ত ছয় শতক জায়গায় বসবাস করে আসছিল। জায়গার বিরোধকে কেন্দ্র করে গত ৮ দিন আগে একটি সিআর মামলায় আবুল কাশেমকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। বর্তমানে তিনি জেলে রয়েছেন। এ সুযোগকে কাজে লাগিয়ে প্রতিপক্ষ ভাড়াটে সন্ত্রাসীর মাধ্যমে কাশেমের বসতঘর ভাংচুর ও মালামাল লুট করে উচ্ছেদ করে দেয়। ঘটনার সময় সন্ত্রাসীরা গৃহিণী পারভীন ও কলেজছাত্রী মুন্নিকে হাত-পা বেঁধে ফেলে রাখে। তাদের ঘরে আর কোন পুরুষ লোক ছিল না। প্রায় দুই ঘণ্টার তা-বে কাশেমের পরিবারকে পুরোপুরি উচ্ছেদ করে মিনিট্রাকে করে মালামাল নিয়ে যায়। হাত-পা বেঁধে ফেলে রাখা দুই নারী সকাল ৬টার দিকে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত জয়নাল ও নাজিম পলাতক রয়েছে।
×