ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ০৩:১৫, ৬ নভেম্বর ২০১৭

পঞ্চগড়ে শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ সদর উপজেলার শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিভাবকরা প্রতিবাদ সমাবেশ করেছে। রবিবার দুপুরে বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অভিভাবকরা তাদের বক্তব্যে বলেন, এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম নানা দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত। প্রতিদিন বিকেল ৫টা পর্যন্ত ক্লাস নেয়ার নিয়ম থাকলেও দুপুরের মধ্যেই বিদ্যালয় ছুটি দেয়া হয়। বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ গ্রামীণ ব্যাংককে ভাড়া দেয়া হয়েছে। অথচ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য কোন বিশ্রামাগার নেই। নেই কোন ছাত্রাবাস। বিদ্যালয়ের ১৭ বিঘা জমি রয়েছে। ক্যাম্পাসের বাইরে রয়েছে দুটি পুকুর। এর মধ্যে ৯ বিঘা জমির ওপর ঝলঝলি পুকুরটি ইজারা দিয়ে তিন লাখ টাকা আয় করে এ বিদ্যালয়। অন্যদিকে কৃষিজমি বন্ধক রেখে প্রতি বছর ৫০ হাজার টাকা আয় হয়। গ্রামীণ ব্যাংককে কক্ষ ভাড়া দিয়ে আয় হয় প্রতি মাসে প্রায় তিন হাজার টাকা। গত কয়েক মাস আগে বিদ্যালয়ের মাঠ লাগানো প্রায় তিন লাখ টাকার গাছ বিক্রি করা হয়। এসব আয়-ব্যয়ের মধ্যে ব্যাপক অনিয়ম হয়েছে। অন্যদিকে ম্যানেজিং কমিটির নির্বাচনেও রয়েছে প্রধান শিক্ষকের অনিয়ম। এদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে, তারা বিকেল ৫টা পর্যন্ত ক্লাস করতে চাইলেও ক্লাস ঠিকমতো নেয়া হয় না। তারা জানায়, বিদ্যলয়ের প্রতিটি শ্রেণীকক্ষ অপরিষ্কার। বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর কয়েক শিক্ষার্থী জানায়, ঠিকমতো ক্লাস হয় না। দুপুর ২টায় বিদ্যালয় ছুটি হয়ে যায়। শ্রেণীকক্ষগুলো অত্যন্ত নোংরা। টয়লেট এবং কমনরুমে দুর্গন্ধের জন্য প্রবেশ করা যায় না। অভিভাবক সমাবেশে অভিভাবক ও ইউনিয়ন পরিষদ সদস্য হাইদুন নবি বলেন, বিদ্যালয়টি নানা অনিয়মে ভরে গেছে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাল ফলাফল করতে পারছে না। অনেকদিন থেকে এ-প্লাস পায় না। বিদ্যালয়টি প্রাচীন হলেও শিক্ষায় পিছিয়ে যাচ্ছে।
×