ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় দুই দিনব্যাপী বাউল উৎসব

প্রকাশিত: ০৩:১২, ৬ নভেম্বর ২০১৭

মাগুরায় দুই দিনব্যাপী বাউল উৎসব

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ অসাম্প্রদায়িক চেতনায় মাগুরায় দুইদিন ব্যাপী বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শহরের দোয়ারপাড় সুফি গুরু বাউল সেবাসংঘ প্রাঙ্গনে এ অনুষ্ঠন শেষ হয়। কুষ্টিয়ার লালন শাহের প্রোশীর্ষ্য মাগুরার লালন ফকিরের ৩৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবে মাগুরা. যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মেহেরপুর, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে দুই শতাধিক বাউল সাধক ও শিল্পী অংশ নেন। উৎসবে বাউল সঙ্গীত পরিবেশন করেন নিজামউদ্দিন লালনী, নায়েব আলী, রানী, মমতাজ প্রমুখ। শনিবার রাতে এ অনুষ্ঠান শুরু হয়েছিল। দুদিন ধরে আলোচনা ও বাউল সঙ্গীত পরিবেশনা। গতকাল বিকালে ভোজের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়। শেষ হয় মিলনমেলা। যার জন্য অপেক্ষায় থাকেন বাউলরা।
×