ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দীপ্ত টিভিতে প্রামাণ্যচিত্র ‘অক্টোবর বিপ্লব’

প্রকাশিত: ০৩:১১, ৬ নভেম্বর ২০১৭

দীপ্ত টিভিতে প্রামাণ্যচিত্র ‘অক্টোবর বিপ্লব’

সংস্কৃতি ডেস্ক ॥ দীপ্ত টিভিতে আজ রাত ১২টায় এবং ৭ নবেম্বর সকাল ৯টায় প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র ‘অক্টোবর বিপ্লব’। প্রামাণ্যচিত্রটি গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ব্রাত্য আমিন এবং প্রযোজনায় কাজী মিডিয়া লিমিটেড। প্রায় এক শ’ বছর পূর্বে ১৯১৭ সালে রাশিয়ার বুকে সংগঠিত হয় মহান রুশ বিপ্লব বা সোভিয়েত বিপ্লব বা অক্টোবর বিপ্লব। কি ঘটেছিল আসলে? ৩০০ বছরের রোমান বংশের পতন হলো কেমন করে? ১৯১৭ সালে ক্ষমতায় কারা আসে? শেষ রুশ জারের মুকুট খসল কিভাবে? ১৯১৭ সালে কয়টা বিপ্লব হয়েছিল? বিশ্বে প্রথমবারের মতো কিভাবে এমন একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা সম্ভব হলো? রুশ বিপ্লবের ফলে রাশিয়াসহ গোটা দুনিয়ায় মোটা দাগে তখন কি কি পরিবর্তন হয়েছিল? শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন টিকল না কেন? আজকের দিনেও অক্টোবর বিপ্লবের তাৎপর্য কতটুকু? ‘অক্টোবর বিপ্লব’ প্রামাণ্যচিত্রের মধ্য দিয়ে আমরা এই প্রশ্নগুলোর উত্তরই খোঁজার চেষ্টা করা হয়েছে।
×