ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ‘কাহিনীকাব্যে রবীন্দ্রনাথ’ শীর্ষক আবৃত্তি সন্ধ্যা

প্রকাশিত: ০৩:১১, ৬ নভেম্বর ২০১৭

নেত্রকোনায় ‘কাহিনীকাব্যে রবীন্দ্রনাথ’ শীর্ষক আবৃত্তি সন্ধ্যা

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে শনিবার সন্ধ্যায় বাচিক শিল্পী প্রদীপ চক্রবর্তীর একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শহরের অজহর রোডে অবস্থিত উদীচী মিলনায়তনে ‘কাহিনীকাব্যে রবীন্দ্রনাথ’ শীর্ষক এ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে বাচিক শিল্পী প্রদীপ চক্রবর্তী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি কাহিনীকাব্য আবৃৃত্তি করেন। সেগুলো হচ্ছে ‘নিস্কৃতি’, ‘দেবতার গ্রাস’ ও ‘পৃথিবী’। এছাড়া আবৃত্তির ফাঁকে ফাঁকে রবীন্দ্রনাথের গান পরিবেশন করেন তনুশ্রী সরকার, খিজির আহম্মেদ সম্পদ এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ পরিচালিত কুন্তল বিশ্বাস সঙ্গীত বিদ্যায়তনের শিল্পীরা। এর আগে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক কান মোহাম্মদ রেজাউল করিম। সঞ্চালনা করেন নাঈম সুলতানা লিবন। বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
×