ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ঋত্বিক ঘটক চলচ্চিত্র উৎসব শুরু

প্রকাশিত: ০৩:১০, ৬ নভেম্বর ২০১৭

রাজশাহীতে ঋত্বিক ঘটক চলচ্চিত্র উৎসব শুরু

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ রাজশাহীতে শুরু হয়েছে ঋত্বিক ঘটক চলচ্চিত্র উৎসব। খ্যাতিমান এ চলচ্চিত্রকারের পৈত্রিক নিবাস রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজে শনিবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করা হয়। ঋত্বিক ঘটকের ৯২তম জন্মদিন উপলক্ষে এদিন এ আয়োজন করে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি। উৎসবের সমাপনীতে এবার অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনেত্রী জয়া আহসান, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ব্রাত্য বসুসহ ৬ জনকে ঋত্বিক ঘটক সম্মাননা দেয়া হবে। আগামীকাল ৭ নবেম্বর উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অয়োজকরা। এদিকে উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন, উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডাঃ এফএমএ জাহিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ভাষা সৈনিক আবুল হোসেন। কথাসহিত্যিক হাসান আজিজুল হক বলেন, ঋত্বিক ঘটক তার জীবনে সাংস্কৃতিক ভূমিকা পালন করেছেন। ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণের কারণে তার পরিচিতি। তিনি একজন বিশ্বমানের চলচ্চিত্রকার। তিনি আরও বলেন, সাংস্কৃতিক দিক নিয়ে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি রাজশাহী স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। ঢাকার বাইরে রাজশাহীতে তারা এর আয়োজন করে যাচ্ছে যা অনেক সম্মানজনক। আয়োজকরা জানায়, এ বছর ঋত্বিক ঘটক পদকের জন্য মনোনিত হয়েছেন বাংলাদেশ ও ভারতের ছয় গুণীজন। উৎসবের উদ্বোধনীতে অতিথিরা ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ভিকে জোসেফ, রাজশাহীর কবি রুহুল আমিন প্রামাণিক এবং লেখক ও সম্পাদক অধ্যাপক ফজলুল হকের হাতে সম্মাননা তুলে দেন। এছাড়া আগামী ৭ নবেম্বর উৎসবের সমাপনীতে সম্মাননা প্রদান করা হবে অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনেত্রী জয়া আহসান ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ব্রাত্য বসুকে। চলচ্চিত্র ও থিয়েটারের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২০০৯ সাল থেকে এই পদক দিয়ে আসছে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি। এদিকে উৎসব উপলক্ষে রবিবার থেকে মঙ্গলবার প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রাজশাহী নগরীর পদ্মাপাড়ের লালন মঞ্চে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী। রবিবার প্রদর্শন করা হয় শিবলী নোমানের চলচ্চিত্র ‘ত্রি’, তাওকীর ইসলামের চলচ্চিত্র ‘আয়না’ ও শাহরিয়ার চয়নের ‘গন্তব্যহীন’ এর। আজ প্রদর্শিত হবে মাহমুদ হোসেন মাসুদের ‘আলোর দেখা’, শাহরিয়া হাসান শুভর ‘বিবেক’, নাহিদা সুলতানা সুচির ‘ঘুড়ি’ ও বিভাস রায়ের ‘মায়োসিস’। আর শেষদিন প্রদর্শিত হবে আহসান কবীর লিটনের ‘প্রত্যাবর্তন’। প্রসঙ্গত, ঋত্বিকের পুরো নাম ঋত্বিক কুমার ঘটক। তিনি ১৯২৫ সালের ৪ নবেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতায় মারা যান। তার জীবনের একটা বড় অংশ কেটেছে রাজশাহীতে। তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ শেষ করেন। ১৯৪৬ সালে রাজশাহী কলেজ থেকে আইএ পরীক্ষা দেন। ১৯৪৭ সালে দেশ ভাগের পরপরই পরিবারের সঙ্গে ভারতে চলে যান। তার নির্মিত চলচ্চিত্রগুলো এখনও দর্শকদের বিমোহিত করে। গুণী চলচ্চিত্রনির্মাতা হিসেবে আজও স্মরণীয় তিনি। তার চলচ্চিত্রগুলো বহুল প্রশংসিত।
×