ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৩:০৮, ৬ নভেম্বর ২০১৭

বিসিএস কর্নার

১. ‘অ’ কার কিংবা ‘আ’ কারের পর ‘ই’ কার কিংবা ‘ঈ’ কার থাকলে উভয়ে মিলে - ক) ঈ-কার হয় খ) উ-কার হয় গ) ও-কার হয় ঘ) এ-কার হয় সঠিক উত্তর: (ঘ) ২. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) শীত + ঋত খ) সন্ধি + আর্ত গ) শিত + ঋত ঘ) শিত + অর্ত সঠিক উত্তর: (ক) ৩. ‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) মন + ঈষা খ) মনঃ + ইষা গ) মনস + ঈষা ঘ) মনো + ঈষা সঠিক উত্তর: (গ) ৪. খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জনসন্ধি গ) বিসর্গ সন্ধি ঘ) বাংলা সন্ধি সঠিক উত্তর: (গ) ৫. কোনটি স্বরসন্ধির উদাহরন? ক) উদ্ধার খ) পুরস্কার গ) তিরস্কার ঘ) অতীত সঠিক উত্তর: (ঘ) ৬. মিতা + আলি = মিতালি - এটি কোন সন্ধি? ক) খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি খ) খাঁটি বাংলা স্বরসন্ধি গ) তৎসম স্বরসন্ধি ঘ) তৎসম ব্যঞ্জন সন্ধি সঠিক উত্তর: (গ) ৭. ই + ঈ = ঈ - এর উদাহরণ কোনটি? ক) পরীক্ষা খ) অতীত গ) সতীন্দ্র ঘ) সতীশ সঠিক উত্তর: (ক) ৮. ‘সম্ + দর্শন’ - এর সঠিক সন্ধি কোনটি? ক) সুন্দর খ) সুদর্শন গ) সন্দর্শন ঘ) সৌন্দর্য সঠিক উত্তর: (গ) ৯. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? ক) অন্যান্য খ) প্রত্যেক গ) স্বল্প ঘ) তন্বী সঠিক উত্তর: (ক) ১০. ‘সংবাদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী? ক) সম্ + বাদ খ) সঃ + বাদ গ) সং + বাদ ঘ) সৎ + বাদ সঠিক উত্তর: (ক) ১১. ‘শুভেচ্ছা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী? ক) শুভ + অচ্ছা খ) শুভ + এচ্ছা গ) শুভ + ইচ্ছা ঘ) শুভে + ইচ্ছা সঠিক উত্তর: (গ) ১২. কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ? ক) প্রত্যেক খ) রাজ্ঞী গ) মার্তন্ড/পৌঢ় ঘ) গায়ক সঠিক উত্তর: (গ) ১৩. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) গব + এষণা খ) গো + এষণা গ) গো + ষণা ঘ) গ + বেষণা সঠিক উত্তর: (খ)
×